| দুপুর ১:০২ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নান্দাইলে ৪ খুনের ঘটনার মামলা ডিবি ’তে হসতান্তর

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ বহুল আলোচিত ময়মনসিংহের নান্দাইলে পিতা ও ৩ পুত্র হত্যার দায়ের করা মামলাটি গতকাল বুধবার ময়মনসিংহের গোয়েন্দা বিভাগে হসত্মানত্মর করা হয়েছে ।
শুক্রবার (৩ জুলাই, রাতে) উপজেলার বাাঁশহাটি গ্রামের বিলস্নাল মিস্ত্রি ও তার তিন ছেলে ফরিদ, পাভেল ও হিমেলকে কুপিয়ে হত্যা করে তার আপন ভাই লাল মিয়া ও তার ছেলেরা। রবিবার (০৫ জুলাই) এ ঘটনায় নিহত বিলস্নাল মিস্ত্রির স্ত্রী বানেছা বেগম বাদী হয়ে ১২ জনকে অভিযুক্ত ও অজ্ঞাতনামা ৪/৫ জনকে আসামী করে নান্দাইল মডেল থানায় মামলা দায়ের করেন। এ পর্যনত্ম মামলার এজাহারভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে বলে থানাসুত্র জানায়।

মামলাটি ডিবিতে হসত্মানত্মরের বিষয়টি নিশ্চিত করেছেন নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আবদুলস্নাহ।

সর্বশেষ আপডেটঃ ১০:০৩ অপরাহ্ণ | জুলাই ০৮, ২০১৫