| সকাল ১০:০৭ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

৪০ হাজার সৈন্য কমাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী

অনলাইন ডেস্ক,| ৮ জুলাই ২০১৫, বুধবার:

আগামী দুই বছরে ৪০ হাজার সৈন্য কমানোর পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

মঙ্গলবার (০৭ জুলাই) সেনাবাহিনীর এক পদস্থ কর্মকর্তার বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ব্যয় কমাতে সেনাবাহিনী থেকে আরও ১৭ হাজার বেসামরিক কর্মীকে ছাঁটাই করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, ২০১৭ সালের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের সৈন্য সংখ্যা কমে হবে সাড়ে চার লাখের মতো। ২০১২ সালে মার্কিন সেনাবাহিনীর সৈন্য সংখ্যা ছিল প্রায় পাঁচ লাখ ৭০ হাজার।

আগামী অক্টোবরে বাজেট হ্রাস কার্যকর হলে সেনাবাহিনীকে আরও ৩০ হাজার সৈন্য কমাতে হবে বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।

সৈন্য সংখ্যা কমানোর এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ১৯৪০ সালের পর এবারই মার্কিন সেনাবাহিনীতে সবচেয়ে কম সংখ্যক কর্মী থাকবে। ১৯৪১ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেওয়ার আগের বছরে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীতে সৈন্য সংখ্যা ছিল দুই লাখ ৭০ হাজার।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ারে হামলার আগের বছর চার লাখ ৮০ হাজার সৈন্য সংখ্যা ছিল।

সর্বশেষ আপডেটঃ ৪:২২ অপরাহ্ণ | জুলাই ০৮, ২০১৫