| সকাল ৬:০৩ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাজিতপুরে কালের কন্ঠের সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা

বাজিতপুর সংবাদদাতা ঃ অদ্য বিকাল ৫টায় সন্ত্রাসীদের হামলায় গুরম্নতর আহত কালের কন্ঠের স্টাফ রিপোর্টার নাসরম্নল আনোয়ারকে জহুরম্নল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অদ্য উপজেলার উত্তর সরারচর গ্রামে কৃষক বাদশা মিয়ার জমিতে নিজের উৎপাদিত বিভিন্ন প্রকারের প্রায় ১০ লড়্গ টাকার গাছ স’ানীয় ৬নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সাইদুর রহমান সেন্টু মেম্বারের নেতৃত্বে কিছু সন্ত্রাসী কেটে নিয়ে যায় । পরে বাদশা মিয়া বাজিতপুর থানায় মামলা করেন । কিন’ কোন প্রতিকার না পেয়ে কালের কন্ঠের স্টাফ রিপোর্টার নাসরম্নল আনোয়ারের নিকট অভিযোগ জানায় । তিনি নিতানত্ম মানবিক ও পেশাগত দায়িত্ব নিয়ে বিষয়টি দেখার জন্য বিকালে তার আরো ৩জন সহযোগী নিয়ে সেখানে যান । তিনি সেখানে উপসি’ত হওয়ার মুহুর্তে ৬নং ওয়ার্ড যুবলীগ সভাপতি মসেত্মা ও সাইফুল সেখানে এসে নাসরম্নলকে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকে ও সেন্টু মেম্বারকে ফোন করে । সেন্টু মেম্বার মুহুর্তে সেখানে আসে ও তারা সবাই মিলে নাসরূল সহ তার ৩ সংগীকে বেদম মারপিট করতে থাকে । সংগী ৩জন মারপিটে টিকতে না পেরে পালিয়ে বাছে কিন’ নাসরম্নকে তারা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং তার সাথে থাকা ক্যামেরা ,মোবাইল ফোন ,নগদ ৭০০০ হাজার টাকা ও ২ টিমোটর সাইকেল ছিনিয়ে নিয়ে যায় । পরে সেখান থেকে কাঠ ব্যবসায়ী চান্দু মিয়া তাকে উদ্ধার করে জহুরম্নল ইসলাম মেডিকের কলেজ হাসপাতালে ভর্তি করেন ।
প্রসঙ্গত ২০১৪ সালের ৩ আগষ্ট ভোর রাতে সন্ত্রাসীরা নাসরূল আনোয়ারের উপর তাকে হত্যার উদ্দেশ্যে হামলা করেছিলো ।
বাজিতপুর থানার ওসি সুব্রত কুমার সাহা নাসরম্নল আনোয়ারকে দেখতে জহুরম্নল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে যান ও ছিনিয়ে নেওয়া মালামাল উদ্ধারসহ প্রয়োজনীয় ব্যবস’া গ্রহন করবেন ।

সর্বশেষ আপডেটঃ ১০:২৮ অপরাহ্ণ | জুলাই ০৭, ২০১৫