| রাত ১০:৩৪ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

আফগানিস্তানের কাবুলে জোড়া বোমা হামলা

অনলাইন ডেস্ক, ৭ জুলাই ২০১৫, মঙ্গলবার:

আফগানিস্তানের রাজধানী কাবুলে জোড়া বোমা হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন।

মঙ্গলবার (০৭ জুলাই) হামলা দু’টির ঘটনা ঘটে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রথম হামলাটি হয় রাজধানী কাবুলে শাহ শহীদ এলাকায় ন্যাটোর গাড়িবহর লক্ষ্য করে। এটি একটি আত্মঘাতী গাড়ি বোমা হামলা। এতে অন্তত তিন বেসামরিক লোক আহত হন।

এ হামলার ঘণ্টাখানেক পরই আবারও হামলা হয় কাবুলে। এতে কেউ হতাহত হয়েছে কি না, সে ব্যাপারে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

এখন পর্যন্ত হামলা দু’টিতে জড়িতদের ব্যাপারে কিছু জানা যায়নি। কোনো সংগঠনের পক্ষ থেকেও এ ব্যাপারে দায় স্বীকার করে নেওয়া হয়নি।

এর আগে গত সপ্তাহে ন্যাটোর সেনাদের লক্ষ্য করে গাড়ি বোমা হামলা চালায় তালেবান জঙ্গিরা। এতে দুই বেসামরিক লোক নিহত ও নারী-শিশুসহ অন্তত ২৬ জন আহত হন।

সর্বশেষ আপডেটঃ ৬:০৭ অপরাহ্ণ | জুলাই ০৭, ২০১৫