| দুপুর ১২:৫১ - বৃহস্পতিবার - ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ঈদে সুজানার বিশেষ চমক

অনলাইন ডেস্ক, ৭ জুলাই ২০১৫, মঙ্গলবার:

ঈদের বিশেষ নাটক ও টেলিছবিতে অভিনয় নিয়ে বেশ ব্যস্ত তারকারা। বিভিন্ন চ্যানেলে প্রচারের লক্ষ্যে এরই মধ্যে অনেক নাটকের কাজ শেষ করে ফেলেছেনও তারা। অন্যদের মতো ঈদে দর্শকদের জন্য চমক নিয়ে আসছেন আলোচিত মডেল-অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা। এরই মধ্যে ঈদকে সামনে রেখে বেশকিছু নাটক ও টেলিছবির কাজ শেষ করেছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে ফারদিন এহসান স্বাধীনের পরিচালনায় ‘ডেস্টিনেশন’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেছেন সুজানা। এর মধ্য দিয়ে এবারই প্রথম চিত্রনায়ক ওমর সানীর বিপরীতে কাজ করেছেন তিনি। ঈদে চ্যানেল আইতে টেলিছবিটি প্রচার হবে। এছাড়াও  তানিম রহমান অংশুর পরিচালনায় ‘এয়ারবেন্ডার’ নামের আরও একটি টেলিছবিতে অভিনয় করেছেন সুজানা। এ টেলিছবির মধ্য দিয়ে প্রথমবারের মতো বিমানবালার চরিত্রে কাজ করেছেন তিনি। এ প্রসঙ্গে সুজানা বলেন, এটা দর্শকের জন্য আরেকটি চমক বলতে পারেন। সানি ভাইয়ের সঙ্গে ‘ডেস্টিনেশন’-এ অভিনয় করাটা প্রথম চমক বলতে পারি। আর ‘এয়ারবেন্ডার’ আরেকটি চমক। অনেক মজার গল্প নিয়ে নির্মাণ হয়েছে। আশা করছি দর্শক ঈদে টেলিছবি দুটি দারুণভাবে উপভোগ করবেন। টেলিছবি ছাড়াও ঈদে সুজানা সরব থাকছেন নাটকেও। এরই মধ্যে তিনটি নাটকের কাজ শেষ করেছেন তিনি। এগুলো হলো-  অঞ্জন আইচের রচনা ও পরিচালনায় ‘ফড়িং’, নাজনীন হাসান চুমকির ‘জল ফড়িংয়ের ভালোবাসা’ ও অন্য একজন নির্মাতার ‘এক দুপুরের ভালোবাসা’ নামের একটি নাটক। ঈদের ব্যস্ততা প্রসঙ্গে সুজানা বলেন, একসঙ্গে ১০-১৫টি নাটকে অভিনয় করার পক্ষে আমি নই। ভাল গল্প হলে একটি বা দুটি নাটকেই কাজ করা ভাল। আমি মানে বিশ্বাসী। সংখ্যায় নয়। তাই ভাল গল্প দেখে এই ক’টি নাটকে কাজ করেছি। ঈদে দর্শকের জন্য এ নাটকগুলোতে বিশেষ চমক থাকছে। এগুলো ঈদে দর্শকের আনন্দে ভিন্নমাত্রা যোগ করবে এমনটাই বিশ্বাস করি। এদিকে খণ্ড নাটকের পাশাপাশি বর্তমানে সুজানা দুটি ধারাবাহিক নিয়েও ব্যস্ত আছেন। এগুলো হলো- ‘গন্তব্য নিরুদ্দেশ’ ও ‘অপূর্বা’।

সর্বশেষ আপডেটঃ ১২:৫৯ অপরাহ্ণ | জুলাই ০৭, ২০১৫