| সন্ধ্যা ৬:৩৩ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ফুলবাড়ীয়া টু কেশরগঞ্জ সড়কে মরণ ফাঁদঃ মারাত্নক দূর্ঘটনার আশংকা

 

আ. জব্বার, ফুলবাড়ীয়া ঃ ৬ জুলাই ২০১৫, সোমবার,

ফুলবাড়ীয়া কেশরগঞ্জ সড়কের বাকতা কালীঘর সংলগ্ন রাস্তার মাঝখানে ইউ ড্রেইন ভেঙ্গে মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, গত সপ্তাহে হঠাৎ ব্রীজের কিছু অংশ ডেবে গেলে তা আস্তে আস্তে বড় হয়। সরেজমিনে দেখা গেছে, লোহার রড মরিচা পড়ে ধারন ড়্গমতা হারিয়েছে। যে কোন মুহুর্তে মারাত্নক দূর্ঘটনার আশংকা। তবে কারিগরি ত্রম্নটির জন্য কালভাটটি স্থানীত্বশীল হয়নি বলে জানিয়েছেন এলজিইডি’র কর্মকর্তারা।
পরে অফিস থেকে লোহার দুটি সস্নাপ দিয়ে সাময়িক যান চলাচল স্বাভাবিক করা হয়। তবে এতে যানযট মাঝে মধ্যেই চরম আকার ধারন করে। ঈদের আগে যান চলাচলে চরম ভোগানিত্মতে পড়তে পথচারীদের। দ্রম্নত ইউ ড্রেনটি নির্মাণ করে জনদূর্ভোগ লাঘব করার দাবী জানিয়েছেন ভোক্তভোগিরা। উপজেলা প্রকৌশলী মো. মনিরম্নজ্জামান জানান, অফিসিয়াল প্রস্তাব পাঠানো হয়েছে, আশাকরি দ্রুতই আমরা কাজ শুরম্ন করতে পারব।

সর্বশেষ আপডেটঃ ৯:১৫ অপরাহ্ণ | জুলাই ০৬, ২০১৫