মুক্তাগাছায় গণমাধ্যমের সাথে সনাকের সমন্বয় সভা
মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি:৬ জুলাই ২০১৫, সোমবার :
মুক্তাগাছায় টিআইবির দুর্নীতি বিরোধী আন্দোলনকে শক্তিশালী করার লক্ষ্যে গত রবিবার সন্ধ্যায় স’ানীয় গণমাধ্যম কর্মীদের সাথে সনাকের (সচেতন নাগরিক কমিটি) এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সনাক কর্যালয় আটানী বাজারের বীক্ষণে অনুষ্ঠিত সমন্বয় সভায় সনাক সভাপতি অধ্যক্ষ এখলাছুর রহমান জুয়েলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সনাকের সহসভাপতি অধ্যাপক আইয়ুর খান, মলিনা রানী দত্ত, অধ্যাপক আখতারুজ্জামান, মুক্তাগাছা প্রেসক্লাবের সহসভাপতি শামসুদ্দিন মাস্টার, সাংবাদিক কর্মচারী কল্যাণ সমবায় সমিতির সাধারণ সম্পাদক এম.ইদ্রিছ আলী, সাংবাদিক সিরাজুল হক সরকার, হেলাল উ্দ্িদন নয়ন, শফিউল্লাহ সরকার, ফেরদৌস আলম, সনাক সদস্য ডা. শাহজাহান আলী খান প্রমুখ। সনাক সদস্য মাহবুবুল আলম রতনের সঞ্চালনায় সভায় দুর্নীতি প্রতিরোধে সনাক ও গণমাধ্যম কর্মীরা এক সাথে কাজ করার ঘোষণা দেয়া হয়। ##