| সকাল ৬:৫২ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

হজ্জকে সামনে রেখে মদিনায় নতুন বিমানবন্দর চালু

অনলাইন ডেস্ক,৬ জুলাই ২০১৫, সোমবার :

বার্ষিক হজ্জের মৌসুমকে সামনে রেখে সৌদিআরব নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর চালু করেছে মদিনায়। প্রিন্স মোহম্মদ বিন আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরটি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন সৌদি আরবের বাদশাহ সালমান। এ খবর দিয়েছে আরব নিউজ ও বার্তা সংস্থা পিটিআই। বিমানবন্দরটি নির্মানে ব্যয় হয়েছে ১২০ কোটি ডলার। বাদশাহ সালমান বিমানবন্দরটি ঘুরে দেখেন। ৪০ লাখ স্কয়ার মিটার এলকায় নির্মিত এ বিমানবন্দরটি প্রথম ধাপে বছরে ৮০ লাখ যাত্রীকে সেবা দিতে পারবে। দ্বিতীয় ধাপে তা উন্নীত হবে ১ কোটি ৮০ লাখে। আর তৃতীয় ও সর্বশেষ ধাপ সম্পন্ন হবার পর সেবা দিতে সক্ষম হবে ৪ কোটি যাত্রীকে। উল্লেখ্য, সম্পূর্ণরূপে বেসরকারী খাতে নির্মিত ও পরিচালিত সৌদিআরবের প্রথম বিমানবন্দর এটি।

সর্বশেষ আপডেটঃ ৩:৫০ অপরাহ্ণ | জুলাই ০৬, ২০১৫