| রাত ৪:৫৭ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তিউনিশিয়ায় ৩০ দিনের জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক, ৫ জুলাই ২০১৫, রবিবার:

তিউনিশিয়ায় গত ২৬শে জুন রিসর্ট নগরী সৌসেতে ভয়াবহ এক হামলায় ৩৮ পর্যটক নিহত হওয়ার ঘটনায় দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। নিহত পর্যটকদের ৩০ জনই ছিলেন বৃটিশ নাগরিক। আগামী ৩০ দিন এ জরুরি অবস্থা বলবৎ থাকবে। জরুরি অবস্থা ঘোষণার ফলে নিরপত্তা বাহিনীসমূহ অত্যন্ত সতর্কবস্থায় থাকবে এবং জনসমাবেশের অধিকারকে খর্ব করবে। এরই মধ্যে কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা বেশ জোরদার করেছে। পর্যটকদের থাকার হোটেল ও সমুদ্র সৈকতগুলোতে ১ হাজার ৪০০ জনেরও বেশি সশস্ত্র কর্মকর্তাকে নিয়োগ দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তিউনিশিয়ার প্রেসিডেন্ট বেজি কাইদ এসেবসি জাতির উদ্দেশে একটি ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, আমাদের প্রস্তুত থাকতে হবে। আমাদের যথেষ্ট সেনা, যথাযথ প্রশিক্ষণ প্রয়োজন। আন্তর্জাতিক পর্যায়ের সন্ত্রাসবাদ বিরোধী সংগঠনসমূহের সমর্থন ও সহযোগিতার আহ্বানও জানান তিনি। বন্দুকধারী ওই তরুণ পেশায় ছাত্র এবং তার নাম সেইফেদ্দিন রেজগুই। সৈকতে থাকা পর্যটকদের ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে ওই তরুণ। কর্তৃপক্ষ বলছে, সে লিবিয়ায় প্রশিক্ষণ নিয়েছে। ওই হামলার ঘটনায় পুলিশের ধীর পদক্ষেপও ব্যাপক সমালোচিত হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১:০৭ অপরাহ্ণ | জুলাই ০৫, ২০১৫