| রাত ১২:২৩ - সোমবার - ২২শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

মুক্তাগাছার পল্লীতে যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ

 

মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি: মুক্তাগাছার পল্লীতে বাড়ী থেকে যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ায় একটি পরিবার অবরুদ্ধ হয়ে পড়েছে। অভিযোগে জানা যায়, উপজেলার দুল্লা ইউনিয়নের গোলাবাড়ী গ্রামের মৃত আক্কেল আলীর পুত্র মোহাম্মদ আলীর সাথে একই গ্রামের ও পরশী মৃত আজগর আলীর পুত্র মহর আলী গংদের সাথে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। তাদের উভয়ের মধ্যে একাধিক মামলাও বিচারাধীন রয়েছে আদালতে। মোহাম্মদ আলীর পুত্র আব্দুল হাই বাদী হয়ে মৃত আজগর আলীর পুত্র মহর আলী গংদের ১৪ জনের বিরুদ্ধে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে ১০৭/১১৭(সি)ধারায় মামলা করে। গত ১৪/০৬/২০১৫ ইং তারিখ তারিখ বিষয়টি আদালতে নিষ্পত্তি হয়। ১৫ই জুন মহর আলী গংরা আক্কেল আলীর পুত্র মোহাম্মদ আলী গংদের বাড়ী থেকে বের হওয়ার রাস- বন্ধ করে দেয় বলে অভিযোগ করে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস’ল পরিদর্শন করে। মোহাম্মদ আলী জানান, মহর আলী গংরা তাদের যাতায়াত বন্ধ করে দেয়ায় তারা বাড়ী ঘর থেকে বের হয়ে হাট-বাজারসহ বিভিন্ন গন-ব্যে যেতে পারছে না। এ বিষয়ে মহর আলী গংদের সাথে কথা হলে তারা জানান, দীর্ঘদিন যাবত আক্কেল আলীর পুত্র মোহাম্মদ আলী ও তার পরিবারের লোকজন তাদের বাড়ীর উঠান দিয়ে যাতায়াত করতো। তাদের বাড়ীতে উঠতি বয়সের মেয়ে ছেলে রয়েছে তাছাড়া বাড়ীতে বউ ঝি রয়েছে। বাড়ীর নিরাপত্তা ও ধর্মীয় পর্দার জন্য বাড়ীর ভিতরে দিয়ে অন্য লোকের যাতায়াত বন্ধ করার জন্যই রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। এখানে সরকারি কোন রাস্তা বা হালট নেই। ইউনিয়নের পরিষদেরও কোন রাস্তা নয়। এটা আমাদের বাসস’ান আমরা স্বপরিবারে বসবাস করি। অন্য বাড়ীর লোকজন বাড়ীর ভিতর দিয়ে যাতায়াত করতে দেয়া কোনভাবেই সম্ভব নয়। তাই আমাদের নিরাপত্তার জন্য আমরা রাস্তা বন্ধ করেছি।

সর্বশেষ আপডেটঃ ১০:৩৫ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০১৫