| রাত ১:৫৩ - শনিবার - ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

পূর্বধলায় পুলিশের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত করণ

 

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি, ৪ জুলাই ২০১৫, শনিবার:
পূর্বধলা থানা পুলিশের উদ্যোগে ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির আয়োজনে শনিবার মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলার হোগলা ইউনিয়নের মুক্ত জলাশয় হুগলী বিলে এ সময় রম্নই, কাতলা ও মৃগেল প্রভৃতি জাতের প্রায় একলাখ পোনা অবমুক্ত করা হয়। নেত্রকোণার নবাগত পুলিশ সুপার জয়দেব চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপসি’ত থেকে মাছের পোনা অবমুক্ত করেন। এ সময় উপসি’ত ছিলেন পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, নেত্রকোণা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মুজিবুর রহমান, পূর্বধলা থানার ও.সি (তদত্ম) মোঃ শওকত আলী, হোগলা ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দিন সরকার, কমিউনিটি পুলিশং কমিটির সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান ভাসানী ও সিরাজুল ইসলাম খোকন প্রমুখ।
এর পূর্বে নবাগত পুলিশ সুপার জয়দেব চৌধুরী পূর্বধলা থানা পরিদর্শন করেন। এ সময় থানা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৯:৫৭ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০১৫