| রাত ৮:০৬ - রবিবার - ২১শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

অষ্টগ্রামে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে নিহত ১, আহত ২০

 

কিশোরগঞ্জ প্রতিনিধি, ৪ জুলাই ২০১৫, শনিবার:
কিশোরগঞ্জের অষ্টগ্রামে গোষ্ঠীগত দ্বন্দ্বের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে জিলাল মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় উভয় পক্ষে আরো অত্মত ২০ জন আহত হয়েছে। শনিবার বিকালে উপজেলার আব্দুল্লাহপুর নতুন বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জিলাল মিয়া আব্দুল্লাহপুর ফকির বাড়ির ইদ্রিছ মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আব্দুল্লাহপুর পূর্বপাড়া গ্রামের শাহাজউদ্দিন মেম্বার ও শুক্কুর মেম্বারদের সঙ্গে ফকির বাড়ির সুলতান বেপারীর দীর্ঘদিন যাবত গোষ্ঠীগত বিরোধ চলে আসছিল। এ অবস্থায় শনিবার আব্দুল্লাহপুর নতুন বাজারের খালি ভিটিতে ফকির বাড়ির লোকজন দোকানঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষের লোকজন এতে বাধা দেয়। এ নিয়ে বিকাল সাড়ে ৪টার দিকে উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের সময় বুকে বল্লমবিদ্ধ হয়ে ঘটনাস’লেই জিলাল মিয়া নিহত হওয়া ছাড়াও উভয়পক্ষের অনত্মত ২০ জন আহত হয়। আহতদের হবিগঞ্জ জেলা হাসপাতাল ও অষ্টগ্রাম উপজেলা স্বাস’্য কমপেস্নক্সসহ বিভিন্ন স্থানে চিকিৎসা দেয়া হচ্ছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৩৪ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০১৫