| সকাল ৮:১০ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে খেলতে চাই: মাশরাফি

অনলাইন ডেস্ক, ৪ জুলাই ২০১৫, শনিবার:

দৃঢ় আত্মবিশ্বাস নিয়ে খেলার কথা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা দুই ম্যাচ টি-টোয়ন্টি সিরিজের প্রথমটি রোববার (০৫ জুলাই) মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে টাইগার দলপতি তার আত্মবিশ্বাসের কথা জানান।

মাশরাফি বলেন, আমরা ভারত সিরিজে ভালো করেছি। এ অভিজ্ঞতা আমাদের সহযোগিতা করবে। তবে, সফরকারী দলটি বেশ এগিয়ে। তাই আমাদের মাঠেই ভালো খেলতে হবে। ব্যাটিং-বোলিংয়ের মতো ফিল্ডিংয়েও এগিয়ে রয়েছে প্রোটিয়ারা। যেকোনো দলের বিপক্ষে তারা ১৫-২০ রান সেভ করতে সক্ষম।

টাইগার দলপতি বলেন, আমি আমার সতীর্থদের বলতে চাই, সাহস নিয়ে খেলা চালিয়ে যেতে হবে। আমরা যে জয়ের ধারায় রয়েছি, সেটি ধরে রেখে খেলতে হবে।

৭ জুলাই একই মাঠে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ। এরপর পর্যায়ক্রমে তিন ম্যাচের ওয়ানডে ও দুই ম্যচের টেস্ট সিরিজে টাইগারদের বিপক্ষে লড়বে প্রোটিয়ারা।

সর্বশেষ আপডেটঃ ৪:৩৩ অপরাহ্ণ | জুলাই ০৪, ২০১৫