| রাত ১১:০৯ - মঙ্গলবার - ৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

‘চলো অন্তহীন’ গানের অ্যালবামে-এ অপি করিম

অনলাইন ডেস্ক, ৪ জুলাই ২০১৫, শনিবার:

গানের অ্যালবামে-এ অপি করিম কণ্ঠ দিয়েছেন। নেপথ্য কণ্ঠ। অপির কণ্ঠ শোনা যাবে মিশ্র অ্যালবাম ‘চলো অন্তহীন’-এ।

তবে সবটাতে নয়, সামিনা চৌধুরীর গাওয়া ‘এসো আজ ‍তুমি’ গানেই কেবল অপিকে বাচিকশিল্পী হিসেবে পাবেন শ্রোতারা। এমন কাজ তিনি যে এই প্রথম করলেন, তা নয়। মোস্তফা সরয়ার ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ ছবিতে ব্যবহৃত শিনা চৌহানের কণ্ঠ ছিলো তার।

‘চলো অন্তহীন’ প্রকাশ হবে ৭ জুলাই, মুঠোফোন প্রতিষ্ঠান গ্রামীণফোনের ডিজিটাল মিউজিক প্ল্যাটফর্মে। সামিনা চৌধুরী, এলিটা, মাহাদি, শোয়েব ও অদিত গেয়েছেন গানগুলো। গীতিকার আসিফ ইকবাল, সুর-সঙ্গীত অদিতের।

‘চলো অন্তহীন’ হলো ২০০৯ সালে প্রকাশিত ‘অন্তহীন’ অ্যালবামের সিক্যুয়াল। এরও সব গান তৈরিতে কাজ করেন আসিফ ইকবাল ও অদিত।

সর্বশেষ আপডেটঃ ১১:৪২ পূর্বাহ্ণ | জুলাই ০৪, ২০১৫