| দুপুর ১:৩৪ - শনিবার - ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ - ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ফিলিপাইনে যাত্রীবাহী ফেরিডুবিতে নিহত ৩৬

অনলাইন ডেস্ক,২ জুলাই ২০১৫, বৃহস্পতিবার:

ফিলিপাইনে একটি যাত্রীবাহী ফেরিডুবির ঘটনায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। ফেরিটিতে ১৭৩ জন আরোহী ছিলেন।

বৃহস্পতিবার (০২ জুলাই) দেশটির অরমোক বন্দর ত্যাগ করার কিছু পরই এক কিলোমিটার দূরে ফেরিটি ডুবে যায় বলে কোস্টগার্ডের বরাত দিয়ে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

ফিলিপাইনের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর জানিয়েছে, খারাপ আবহাওয়ার কারণে ফেরিটি ডুবে যায়। উদ্ধার অভিযান শুরু হয়েছে।

১৯ জন এখনও নিখোঁজ রয়েছেন জানিয়ে অধিদফতরের এক কর্মকর্তা জানান, ১১৮ জনকে এরই মধ্যে উদ্ধার করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৪:৫১ অপরাহ্ণ | জুলাই ০২, ২০১৫