| রাত ৪:৪৬ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

স্পেনের আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’

অনলাইন ডেস্ক,২ জুলাই ২০১৫, বৃহস্পতিবার:

আশরাফ শিশির পরিচালিত ইমপ্রেস টেলিফিল্মের চলচ্চিত্র ‘গাড়িওয়ালা’ স্পেনে গত ২৩ থেকে ২৭শে জুন অনুষ্ঠিত সপ্তম পিকনিক ফিল্ম ফেস্টিভ্যাল প্রতিযোগিতা বিভাগে ‘শ্রেষ্ঠ চলচ্চিত্র’ হিসেবে পুরস্কৃত হয়েছে। ৫ দিনব্যাপী এই উৎসবে বিশ্বের নানা দেশের চলচ্চিত্র অংশ নেয়। এ নিয়ে ‘গাড়িওয়ালা’র ঝুলিতে যোগ হলো যুক্তরাষ্ট্র, ইতালি, ভারত, স্পেন ও চিলির আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব থেকে মোট ৮টি শ্রেষ্ঠ পুরস্কার। সে সঙ্গে এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বেশি দেশে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে অংশ নেয়া বাংলাদেশী চলচ্চিত্র হিসেবে জায়গা করে নিয়েছে ‘গাড়িওয়ালা’। এ পর্যন্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, সংযুক্ত আরব আমিরাত, গ্রিস, পর্তুগাল, রাশিয়া, কম্বোডিয়া, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইতালি, চিলি, ভেনিজুয়েলা, কসোভা ও রাশিয়া-এই মোট ১৬টি দেশের ৩৭টি শহরে ৩৭টি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের যোগ্যতা অর্জন করেছে চলচ্চিত্রটি।

সর্বশেষ আপডেটঃ ২:২৪ অপরাহ্ণ | জুলাই ০২, ২০১৫