| রাত ৮:৩৪ - বুধবার - ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

নতুন কোন করারোপ ছাড়াই ফুলবাড়ীয়া পৌরসভার বাজেট ঘোষণা

 

আ. জব্বার, ফুলবাড়ীয়া ঃ ৩০ জুন ২০১৫, মঙ্গলবার:

নতুন কোন করারোপ ছাড়াই ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌরসভার ২০১৫-১৬ অর্থ বছরের জন্য ১০কোটি ৭১লাখ ১৭হাজার ৭৯টাকা ৯০পয়সার বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার দুপুর আড়াইটায় পৌরসভা কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের উপসি’তিতে ৭ম বাজেট ঘোষণা করেন পৌর মেয়র মো. গোলাম কিবরিয়া।
প্রসত্মাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ২কোটি ৭৭ লাখ ৩৯হাজার ৩৩৯টাকা ৪০পয়সা ব্যয় ধরা হয়েছে ২কোটি ৫৩লাখ টাকা। উন্নয়ন সহায়তা মুঞ্জুরী প্রাপ্তি ও প্রকল্প সহায়তা প্রাপ্তি সাপেক্ষে কোন সমাপনী জের না রেখে ৭কোটি ৯৩লাখ ৭৭হাজার ৭৪০টাকা ৫০পয়সা। বাজেট পেশকালে উপসি’ত ছিলেন পৌর সচিব হারম্নন অর রশিদ, প্রধান হিসাব রক্ষক আরিফুল ইসলাম, পৌর কাউন্সিলর ও সংরড়্গিত কাউন্সিলরবৃন্দ।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পৌর মেয়র গোলাম কিবরিয়া বলেন, বাস্তবতা ও সামঞ্জস্য রেখে এ বাজেট ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৯:৪৪ অপরাহ্ণ | জুন ৩০, ২০১৫