| রাত ৩:২০ - শনিবার - ৩০শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৫ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৪ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

অক্ষয়ের সঙ্গে ছবিতে সানি

অনলাইন ডেস্ক,৩০ জুন ২০১৫, মঙ্গলবার:

বলিউড বক্স-অফিসে হিট হয়েছেন একাধিকবার। তবে ‘পর্নস্টার’ তকমা থাকায় সানির সঙ্গে জুটি বাঁধতে আপত্তি অনেক বলি-নায়কেরই। কিন্তু এবার স্বপ্ন পূরণ হতে চলেছে বেবিডলের। বলিউডের খিলাড়ি খ্যাত নায়ক অক্ষয় কুমারের সঙ্গে পর্দায় আসছেন সানি।  প্রভু দেবা পরিচালিত নতুন ছবি ‘সিং ইজ ব্লিং’-য়ে ক্যামিও রোলে দেখা যাবে সানিকে। জানা যায়, অক্ষয় নিজে ফোন করে সানিকে ‘সিং ইজ ব্লিং’-এ কাজ করার প্রস্তাব দেন। হিরোর প্রস্তাবে আনন্দে আধখানা সানি সঙ্গে সঙ্গেই রাজি হয়ে যান। নিজের ব্যস্ত শিডিউলের ফাঁকেই অক্ষয়ের সঙ্গে শুটিংয়ের জন্য সময় বের করে নিয়েছেন সানি। টুইটারে তিনি জানান, আজ আমার এক স্বপ্ন পূরণ করার সুযোগ এসেছে। অক্ষয়ের সঙ্গে ছবিতে অভিনয় করবো। দারুন খুশি লাগছে। প্রথম সারির নায়কের বিপরীতে এবারই প্রথম অভিনয় করার খবরে এমনই আনন্দিত সানি। অনেকে বলছেন, এবার মনে হয় সানির সুদিন আসতে চলেছে। সানি মানেই প্রাপ্তবয়স্ক ছবি, রগরগে দৃশ্য এই ভাবনার এবার বদল হবে।

সর্বশেষ আপডেটঃ ৫:৫১ অপরাহ্ণ | জুন ৩০, ২০১৫