| সকাল ১০:০৫ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে ডাকাতি হওয়া চাউল গাজীপুর ও জামালপুর থেকে উদ্ধার, ট্রাক জব্দ গ্রেফতার-৪

 

শাহ আলম উজ্জল, ৩০ জুন ২০১৫, মঙ্গলবার:
ময়মনসিংহের আলালপুরের একটি রাইস মিল থেকে ডাকাতি করে চাউল নেয়ার ১০দিন পর জেলা গোয়েন্দা পুলিশ আজ মঙ্গলবার ভোরে গাজীপুর ও জামালপুর থেকে লুণ্ঠিত চাউল উদ্ধার এবং ডাকাতি কাজে ব্যবহৃত ট্রাক জব্দ এবং ৪ ডাকাতকে গ্রেফতার করেছে।

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার নূরে আলম জানান গত ১৯ জুন রাতে সদর উপজেলার আলালপুরের একটি রাইস মিল থেকে সংঘবদ্ধ ডাকাত দল ৬৫ বসৱা চাউল ডাকাতি করে নিয়ে যায়। এ ব্যাপারে কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করা হয়।db pic 2 _n

মামলাটি জেলা গোয়েন্দা পুলিশ তদনেৱর দায়িত্ব পাওয়ার পর তথ্য প্রযুক্তি ব্যবহার করে ঘটনার ১০দিন পর মঙ্গলবার রাতে জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ইমারত হোসেন গাজীর নেতৃত্বে পুলিশের একটি টিম গাজীপুর জেলার টঙ্গীর সাতাইশ এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান হাফিজুর রহমান, সদস্য রফিকুল ও আলীকে গ্রেফতার করে, গ্রেফতারকৃত ডাকাতদের দেয়া স্বীকারোক্তি মতে একই জেলার কোনাবাড়ি থেকে ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক নং-০০২৫৩ জব্দ করে ।

পরে পুলিশ দেয়া স্বীকারোক্তি মতে আজ মঙ্গলবার ভোরে জামালপুর জেলার দেওয়ানগঞ্জের তারাটিয়া হতে ময়মনসিংহের আলালপুরের রাইস মিলের লুন্ঠিত ৩০ বসৱা চাউলসহ আরেক ডাকাত ছামিউলকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।#

সর্বশেষ আপডেটঃ ৩:৪০ অপরাহ্ণ | জুন ৩০, ২০১৫