| দুপুর ২:৫২ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কলমাকান্দায় সাংবাদিকের বাসায় সন্ত্রাসী হামলা, স্ত্রী পুত্রসহ আহত-৪

 

কলমাকান্দা সংবাদদাতা,২৯ জুন ২০১৫, সোমবার:  নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলা সদরে পশ্চিম বাজারে রবিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সন্ত্রাসী নাজিমের নেতৃত্বে একটি চক্র কলমাকান্দা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক ও আমাদের অর্থনীতির কলমাকান্দা প্রতিনিধি ইসমাইল হোসেন সিরাজীর বাসভবনে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। এ সময় সাংবাদিক ইসমাইল হোসেন সিরাজী সহ তাহার স্ত্রী শিক্ষিকা লিমা ইসয়াসমিন, পুত্র কলমাকান্দা পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র নোমান ও শ্যালক সামছুদ্দিন গুরুতর আহত হয়। চিকিৎসার জন্য রবিবার রাতেই সকলকে ভর্তি করা হয়। ডাঃ ইসতিয়াক আহমেদ জানান সকলকে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। তিনি আরও জানান, সাংবাদিক ইসমাইল হোসেন সিরাজীর মাথার আঘাত গুরুতর বিধায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে প্রেরণ করা হতে পারে। কলমাকান্দা থানার ওসি বশির আহমেদ জানান, ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস’লে গিয়ে পরিসি’তি নিয়ন্ত্রনে এনেছে এবং সাংবাদিকের বাসায় হামলা ও মারপিঠের ঘটনায় একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। উল্লেখ্য এ ব্যাপারে সহসা ব্যবস্থানেওয়ার জন্য পুলিশ সুপার নেত্রকোণাকেও কলমাকান্দা প্রেসক্লাবের পক্ষ হতে বিস-ারিত ঘটনা অবহিত করা হয়েছে। এ ঘটনায় সংসদ সদস্য ছবি বিশ্বাস, চেয়ারম্যান, উপজেলা পরিষদ শাহ মোঃ ফখরুল ইসলাম ফিরোজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সুলতান গিয়াস উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি চন্দন বিশ্বাস ও সম্পাদক আনোয়ার হোসেন আজাদ, বাংলাদেশ মানবাধিকার কমিশন কলমাকান্দা শাখার পক্ষে মোঃ জাফর উল্লাহ ও কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু ও সম্পাদক মোঃ ফখরুল আলম খসরু তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান-মূলক শাস্তির দাবী জানিয়েছেন। উল্লেখ্য সন্ত্রাসী নাজিমের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাস সৃষ্টি, সন্ত্রাসী হামলা, সন্ত্রাসী কায়দায় জবর দখল বিষয়ক কতিপয় অভিযোগ কলমাকান্দা থানায় নথিভুক্ত অবস’ায় চলমান আছে।

সর্বশেষ আপডেটঃ ১২:০৫ পূর্বাহ্ণ | জুন ৩০, ২০১৫