| রাত ১০:৪৮ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৭০ কোটি ০৫ লক্ষ টাকা বাজেট অনুমোদিত

 

বাকৃবি সংবাদদাতা ঃ ২৯ জুন ২০১৫, সোমবার: 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) সিন্ডিকেটের ৩০৬তম অধিবেশন আজ সোমবার বিশ্ববিদ্যালয় ভাইস-চ্যান্সেলরের কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলী আকবরের সভাপতিত্বে সকাল ১১টায় অনুষ্ঠিত সিন্ডিকেট অধিবেশনে সদস্যবৃন্দের মাঝে উপসি’ত ছিলেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের ডীন প্রফেসর মোঃ আবদুর রশীদ, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. ইদ্রিস মিয়া, পরিকল্পনা কমিশন সদস্য প্রফেসর ড. শামসুল আলম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর সাবেক মহা পরিচালক প্রফেসর ড. সুভাষ চন্দ্র চক্রবতী, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ এর অধ্যক্ষ ডা. মোঃ মতিউর রহমান, বাকৃবির মাইক্রোবায়োলজী অ্যান্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মোঃ মনসুরম্নল আমীন, সাবেক সাংসদ জনাব কে. এম. খালিদ এবং সিন্ডিকেট সচিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোঃ আবদুল খালেক।
সভায় কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন গুরম্নত্বপূর্ণ সিদ্ধানত্ম গৃহীত হয়। এছাড়াও, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০১৫-২০১৬ অর্থ বছরের ১৭০ কোটি ০৫ লক্ষ টাকা বাজেট সিন্ডিকেট কর্তৃক অনুমোদিত হয়। সিন্ডিকেট সভায় দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গের মৃত্যুতে শোক প্রকাশ এবং তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সর্বশেষ আপডেটঃ ৯:৫০ অপরাহ্ণ | জুন ২৯, ২০১৫