| রাত ৪:২৫ - বুধবার - ৭ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই জিলকদ, ১৪৪৪ হিজরি

ঈশ্বরগঞ্জে সোনালী রঙের পুতুলসহ ১ প্রতারক আটক

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি-২৯ জুন ২০১৫, সোমবার:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সোনালী রঙের পুতুলসহ এক প্রতারককে আটক করেছে। আজ  সোমবার উপজেলার কাঁঠাল বাজার এলাকা থেকে প্রতারনা কালে হাতে নাতে আটক করে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ডলার, সোনার পুতুল প্রতারক চক্রের সক্রিয় সদস্যদের প্রতারনা কালে গোপন সংবাদের ভিত্তিতে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে, উপজেলার বড়হিত ইউনিয়নের কাঁঠাল বাজার এলাকা থেকে কাঠাল গ্রামের দানেশ আলীর ছেলে ওই চক্রের সদস্য আকরাম হোসেন (৩৫) কে আটক করে। এ সময় তার কাছ থেকে এক কেজি ওজনের একটি সোনালী রঙের পিতলের মুর্তি উদ্ধার করা হয়।
ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বোরহান উদ্দিন জানান, এই প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ উপজেলার বিভিন্ন স’ানে প্রতারনা করে লোকজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। একজনকে আটক করা হয়েছে। প্রতারক চক্রের অন্যান্য সদস্যদের ধরার চেষ্টা চলছে।

সর্বশেষ আপডেটঃ ৯:১৯ অপরাহ্ণ | জুন ২৯, ২০১৫