| সন্ধ্যা ৬:০০ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সৌদি আরবে ৪ সহস্রাধিক অবৈধ শ্রমিক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক,২৯ জুন ২০১৫, সোমবার:

রমজান মাসের শুরু থেকে এখন পর্যন্ত সৌদি আরবের কাসিম অঞ্চলে ৪,০৯৪ জন অবৈধ শ্রমিককে গ্রেপ্তার করেছে কর্তৃপক্ষ। কাসিম অঞ্চলের পুলিশের মুখপাত্র মেজর বদর আল সুহাইবানি বলেন, গ্রেপ্তারকৃত প্রত্যেকে বসবাস এবং কাজের নিয়নকানুন ভঙ্গ করেছে। বুরাইদা এলাকার শ্রম দপ্তরের সঙ্গে সমন্বিত অভিযান চালায় পুলিশ। এর আগের মাসেও এ অঞ্চল থেকে বহুসংখ্যক অবৈধ শ্রমিককে গ্রেপ্তার করে পুলিশ। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, দোকান, মল এবং শিল্প প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অবৈধ শ্রমিকরা যেন পালিয়ে যেতে না পারে সেজন্য নির্ধারিত এলাকার চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনি দিয়ে অভিযান চালায় পুলিশ। তদন্তের পর প্রত্যেকের অপরাধ অনুযায়ী গ্রেপ্তারকৃতদের জরিমানা এবং দেশে ফেরত পাঠানো হবে।

সর্বশেষ আপডেটঃ ৪:২৩ অপরাহ্ণ | জুন ২৯, ২০১৫