| সকাল ১০:২৫ - বুধবার - ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৪ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

সুড়ঙ্গ খুঁড়ে দিল্লির জেল থেকে ২ বন্দির পলায়ন

অনলাইন ডেস্ক,২৯ জুন ২০১৫, সোমবার:

দিল্লির তিহার কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায় দুই বন্দি। কর্তৃপক্ষ এদের একজনকে আটক করতে সক্ষম হয়েছে। সর্বাধিক নিরাপত্তাবিশিষ্ট ভারতের অন্যতম সুরক্ষিত কারাগার থেকে দুসাহসী এ জেলা পালানানোর ঘটনা আলোড়ন সৃষ্টি করেছে। এনডিটিভির খবরে বলা হয়, শনিবার রাতে দুই বন্দি সুড়ঙ্গ খুড়ে পালিয়ে যায় বিচারাধীন দুই বন্দি- ফাইজান এবং জাভেদ। ফাইজানকে পুলিশ আটক করতে সক্ষম হলেও জাভেদ এখনও ধরাছোয়ার বাইরে। পুলিশ জানিয়েছে তারা দুুজনই চুরির মামলায় জেলে ছিল। শনিবার রাতে কারা প্রথমে ৭ নম্বর জেলের দেয়াল টপকায়। এরপর তারা পার্শ্ববর্তী ৮ নম্বর জেলের দেয়ালের নিচ দিয়ে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়ে যায়। রবিবার সকালে বন্দি গণনা করতে গিয়ে কারাগার কর্তৃপক্ষ বুঝতে পারে যে দুজন নিখোজ। পুরো কারাগার এলাকা খুজতে গিয়ে সুড়ঙ্গটি পাওয়া যায়। এরপর একটি উদ্ধার দল ফাইজানকে আটক করতে সক্ষম হয়। দ্বিতীয় পলাতক ব্যক্তিতে কয়েক ঘণ্টা খোজার পর কারা কর্তৃপক্ষ পুলিশকে বিষয়টি অবহিত করে। কারাকর্তৃপক্ষ এবং পুলিশ তদন্ত করছেন, কিভাবে বন্দিরা কিভাবে সুড়ঙ্গ খোড়ার সরঞ্জাম পেলো। উল্লেখ্য, দিল্লির তিহার কারাগার এশিয়ার অন্যতম বড় একটি কারাগার। এতে ১২ হাজারেরও বেশি বন্দি রয়েছে। রাজনীতিবিদ, ব্যবসায়ীদের মতো ভিআইপি বন্দিদেরও এখানে রাখা হয়।

সর্বশেষ আপডেটঃ ১:৪৬ অপরাহ্ণ | জুন ২৯, ২০১৫