| সকাল ১১:৫৬ - বৃহস্পতিবার - ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৪ হিজরি

প্রধানমন্ত্রীর সঙ্গে নতুন সেনা প্রধানের সাক্ষাৎ

অনলাইন ডেস্ক, ২৮ জুন ২০১৫, রবিবার:

নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর জাতীয় সংসদ ভবন কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
বৈঠকে সেনা প্রধান তার দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ কথা জানান।
প্রধানমন্ত্রী সেনা প্রধানের সাফল্য কামনা করে দায়িত্ব পালনে তাকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
জেনারেল বেলাল সাবেক সেনা প্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার কাছ থেকে দায়িত্ব গ্রহণ করেন। জেনারেল ভূঁইয়া ২৫ জুন অবসর গ্রহণ করেন।  (বাসস)

সর্বশেষ আপডেটঃ ১০:৫৮ অপরাহ্ণ | জুন ২৮, ২০১৫