| দুপুর ১:০০ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দা-ধোবাউড়া সড়ক ভেঙ্গে অংসখ্য গর্ত জনদূভোগ

রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ)ঃ  ২৮ জুন ২০১৫, রবিবার:

ময়মনসিংহের তারাকান্দা-ধোবাউড়া ৩০ কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশ  ভেঙ্গে  অসংখ্য গর্তের সৃষ্টি হচ্ছে। ফলে এ সড়কে চলাচলকারী লোকজনকে চরম ভোগান্তির শিকার হচ্ছে। স্থানীয় সুত্রে জানা গেছে, সিমান্তবর্তী ধোবাউড়া উপজেলা সহ ফুলপুর উপজেলার পূর্বাংশের ৪/৫ টি ইউনিয়নের লোকজনের জেলা সদরে যোগাযোগের অন্যতম মাধ্যম এই সড়ক। প্রতিদিন ওই সড়ক দিয়ে বিভিন্ন ধরনের কয়েক’শ যানবাহন চলাচল করে। আজ রবিবার সরেজমিন ঘুরে দেখা গেছে, তারাকান্দা, ভূষাগঞ্জ, হরিয়াগাই বাজার, টিউকান্দা মোড়, কেন্দুয়া বাজার, বওলা বাজারের সড়ক ভাঙ্গাচোরা অসংখ্য গর্ত ও খানাখন্দে ভরা। ইতিমধ্যে ধোবাউড়া হইতে গোয়াতলা বাজার পর্যন- ১০ কিলোমিটার রাস্তা সংস্কার করা হয়েছে। ময়মনসিংহ এলজিইডি প্রধান প্রকৌশলীর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, রাস্তাটি সংস্কারে দরপত্র প্রক্রিয়াধীন আছে।

সর্বশেষ আপডেটঃ ১০:২২ অপরাহ্ণ | জুন ২৮, ২০১৫