| সকাল ৭:৩০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে অর্থনৈতিক জোন প্রতিষ্ঠায় জোর প্রচেষ্টা চলছে : শামীম

স্টাফ রিপোর্টার, ২৮ জুন ২০১৫, রবিবার:
সমপ্রতি অনুষ্ঠিত এফবিসিসিআই এর নির্বাচনে সর্বাধিক ভোটে পর পর তিনবার নির্বাচিত পরিচালক বিশিষ্ট শিল্পপতি আমিনুল হক শামীমকে আজ রবিবার দুপুরে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এসময় বক্তব্যে আমিনুল হক শামীম বলেন জনবহুল ময়মনসিংহের মানুষের আরো কর্মসংস’ানের লক্ষ্যে একটি অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার ব্যাপারে জোর প্রচেষ্টা চালানো হচ্ছ্‌ে । এ ছাড়াও ব্রহ্মপূত্র নদ ড্রেজিং এবং ইমিগ্রেশনসহ হালুয়াঘাট স’ল বন্দরের কার্যক্রম চালুর লক্ষে খুব শিগগিরই নৌমন্ত্রীকে ময়মনসিংহে আমন্ত্রণ জানানো হবে। এ ছাড়াও শিঘ্রই ব্রহ্মপূত্র নদের উপর চার লেনের সেতু নির্মাণ করা হবে। ময়মনসিংহে স্বচ্ছ রাজনৈতিক ধারা অব্যাহত রাখকে তার যে কোনো ধরণের সহযোগিতার কথা প্রতিশ্রুতি দেন আমিনুল হক শামীম।
এসময় উপসি’ত ছিলেন জেলা নাগরিক আন্দোলন ও উন্নয়ন সংগ্রম পরিষদের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, দৈনিক আলোকিত ময়মনসিংহের ভারপ্রাপ্ত সম্পাদক প্রদীপ ভৌমিক, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, কাজী আজাদ জাহান শামীম, জেলা টিইউসির সাবেক সভাপতি ফয়েজুর রহমান, যুবলীগ নেতা আনেয়ারুল হক রিপন, দিগন- বাংলার সম্পাদক আ.ন.ম ফারুক, জেলা চেম্বাররের পরিচালক শংকর সাহা, সাংবাদিক নজরুল ইসলাম, এম এ আজিজ প্রমূখ।

সর্বশেষ আপডেটঃ ১০:১৫ অপরাহ্ণ | জুন ২৮, ২০১৫