| রাত ১২:০৯ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

‘বেলআউট’ চুক্তি স্বাক্ষরে গণভোটের সমর্থন গ্রিসের সাংসদদের

অনলাইন ডেস্ক, ২৮ জুন ২০১৫, রবিবার:

গ্রিসে গণভোটের ব্যাপারে প্রধানমন্ত্রী অ্যালেক্সি সাইপ্রাসকে সমর্থন দিয়েছেন সাংসদরা। আন্তর্জাতিক ঋণদাতাদের সঙ্গে ‘বেলআউট’ চুক্তি স্বাক্ষরের বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ৫ জুলাই দেশটিতে এ গণভোট আহ্বান করেছেন সাইপ্রাস।

রোববার (২৮ জুন) গ্রীসের ৩০০ আসনের সংসদে প্রধানমন্ত্রীর এ সিদ্ধান্তকে স্বাগত জানান ১৭৯ জন সাংসদ। এর ফলে গণভোটের সিদ্ধান্তে সাইপ্রাসের অবস্থান আরও দৃঢ় হলো।

গণভোটের আগে প্রধানমন্ত্রী সাইপ্রাসের ভূমিকা এখন একটাই। গ্রীসের জনগণকে ‘না’ ভোটে উৎসাহিত করা। নতুন বেলআউট চুক্তির ব্যাপারে ‘না’ জয়যুক্ত হলে তখন সাইপ্রাস ঋণদাতাদের বলতে পারবেন, আমার পেছনে গ্রিসের জনগণ আছে, এবার আপনাদের নতুন কোনো শর্ত খোঁজা উচিত।

সর্বশেষ আপডেটঃ ৬:২৮ অপরাহ্ণ | জুন ২৮, ২০১৫