| রাত ৮:৫৪ - শনিবার - ৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ২৩শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ - ৩রা রবিউল আউয়াল, ১৪৪৬ হিজরি

দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার টার্গেট ১৫৩

অনলাইন ডেস্ক, ২৮ জুন ২০১৫, রবিবার:

সিরিজে সমতায় ফিরতে দ্বিতীয় ইনিংসে শ্রীলঙ্কার টার্গেট ১৫৩ রান। তবে খেলা বৃষ্টিতে বন্ধ। কলম্বোর পি সারা মাঠে ম্যাচের চতুর্থ দিন পাকিস্তানের দ্বিতীয় ইনিংস থামে ৩২৯ রানে। সেঞ্চুরি হাঁকান ওয়ানডাউন ব্যাটসম্যান আজহার আলী। ৩০৮ বলের ধৈর্য্যশীল ইনিংসে আজহার করেন ১১৭ রান। এতে তার চারের মার ৬টি।   পাকিস্তানের ব্যাট হাতে বাকিদের ব্যর্থতায় বড় লিড নিতে ব্যর্থ হয় সফরকারীরা। ইউনুস খান ৪০, অধিানয়ক মিসবাহ উল হক ২২ ও আসাদ শফিক ২৭ ও সরফরাজ আহমেদ উইকেট দেন ব্যক্তিগত ১৬ রানে। আগের দিনের ১৭১/২ সংগ্রহ নিয়ে রোববার  নিয়মিত বিরতিতে উইকেট খোয়ায় পাকিস্তান। পেসার ধাম্মিকা প্রসাদ চার ও দুশমন্ত চামিরা নেন তিন উইকেট। এতে চা বিরতির ঠিক আগে ৩২৯ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। আর শ্রীলঙ্কার সামনে টার্গেট দাঁড়ায় ১৫৩। তবে বৃষ্টির কারণে চা বিরতির পর খেলা শুরু করা যায়নি।

সর্বশেষ আপডেটঃ ৪:৪৭ অপরাহ্ণ | জুন ২৮, ২০১৫