| সকাল ৯:৪৪ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তাইওয়ানে ওয়াটার পার্কে বিস্ফোরণে আহত ৫১৫

অনলাইন ডেস্ক, ২৮ জুন ২০১৫, রবিবার:

তাইওয়ানের একটি বিনোদনমূলক ওয়াটার পার্কে অজ্ঞাত দাহ্য পদার্থ বিস্ফোরণ হয়ে কমপক্ষে ৫১০ জন আহত হয়েছে। এর মধ্যে ১৮৩ জনকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে ভর্তি করা হয়েছে। ৮ জনের অবস্থা আশঙ্কাজনক। সিএনএন এর খবরে বলা হয়, গতকাল স্থানীয় সময় রাত সাড়ে আটটার দিকে ওয়াটার পার্কের একটি মঞ্চের ওপর অজানা কিছু পদার্থ বিস্ফোরিত হয়। এরপর চারদিকে আগুন ছড়িয়ে পড়ে। তাইওয়ানের বার্তা সংস্থা সিএনএর খবরে বলা হয়, আগুন দ্রুতই নিয়ন্ত্রনে আনা হয়েছিল। কিন্তু এর আগেই শত শত মানুষ আহত হয়। এক ভিডিওতে দেখা যায় বিরাট আকারের একটি আগুনের গোলা থেকে পুরো মঞ্চে ছড়িয়ে পড়ছে আগুন। এরপর আগুনের মধ্য দিয়েই প্রাণ বাচাতে দিগি¦দিক ছুটতে থাকে মানুষেরা। তাদের গগনবিদারি চিৎকারে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারনা হয়। তাইওয়ানের নিউ টাইপের ইতিহাসে এটা সবথেকে ভয়াবহ গণ আহত হওয়ার দূর্ঘটনা বলে আখ্যায়িত করেন মেয়র এরিক চু। তিনি নিকটবর্তী শহর তাইপে, তাওইউয়ান ও কিলাং থেকে অ্যাম্বুলেন্স সহায়তা ডেকে পাঠান। এর সঙ্গে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লুও শাও-হে জানান, উত্তর তাইওয়ানের সকল সামরিক হাসপাতাল রোগীদের সেবা দিতে প্রস্তুত।

সর্বশেষ আপডেটঃ ১২:৩১ অপরাহ্ণ | জুন ২৮, ২০১৫