| বিকাল ৪:০৪ - বুধবার - ২৪শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ঈদকে সামনে রেখে চাঁদাবাজী বরদাস্ত করা হবে না–দোকান মালিক সমিতির ইফতারে শামীম

 

স্টাফ রিপোর্টার ঃ ২৭ জুন ২০১৫, শনিবার,
আজ শনিবার হোটেল আমির ইন্টারন্যাশনালে ময়মনসিংহ দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এফবিসিসিআই এর পরিচালক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ আমিনুল হক শামীম। প্রধান অতিথি বলেন, ঈদকে সামনে রেখে কোন মহল বা কোন ব্যক্তি ব্যবসায়ীদের উপর কোন নীরব বা সরব চাঁদাবাজী করলে বরদাস্ত করা হবে না । তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃংখলা বাহিনীকে অনুরোধ জানান। তিনি আরও বলেন, ভ্যাট, ইনকাম ট্যাক্সের নামে হয়রানী অবিলম্বে বন্ধ করতে হবে। তিনি বলেন, যে কোন সমস্যায় এফবিসিসিআই ব্যবসায়ীদের পাশে থাকবে বলে আশ্বস্থ করেন। ইফতার পূর্বে আলোচনা সভায় দোকান মালিক সমিতি ঐক্য পরিষদের সভাপতি ইঞ্জিনিয়ার মুসলেহ উদ্দিন আহমেদের সভাপতিত্বে ও দোকান মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক শংকর সাহার পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সভাপতি ও পৌর মেয়র মোঃ ইকরামুল হক টিটু। ইফতার পূর্বে দোয়া পরিচালনা করেন কবর খানা জামে মসজিদের ইমাম আলহাজ্ব মাহবুবুর রহমান।

সর্বশেষ আপডেটঃ ১০:৫৪ অপরাহ্ণ | জুন ২৭, ২০১৫