| দুপুর ১২:১৯ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

শ্রীবরদী পৌরসভার নতুন সড়কের নির্মাণ কাজের উদ্বোধন

 

শ্রীবরদী প্রতিনিধি ঃ  ২৭ জুন ২০১৫, শনিবার,

গতকাল শনিবার দুপুরে শেরপুরের শ্রীবরদী পৌরসভা এলাকায় গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও নবিদেপ প্রকল্পের অর্থায়নে ৯টি নতুন সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেছেন শেরপুর-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এ.কে.এম ফজলুল হক চাঁন। এ উপলক্ষ্যে দুপুরে পৌর ভবনে মেয়র ও উপজেলা বি.এন.পি’র আহ্বায়ক আব্দুল হাকিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপজেলা নির্বাহী অফিসার হাবিবা শারমিন উপসি’ত ছিলেন। এসময় অন্যান্যের মধ্যে শ্রীবরদী পৌরসভার সচিব শরাফত আলী, উপসহকারী প্রকৌশলী সাইদুল ইসলাম, শ্রীবরদী থানার ওসি এস.আলম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, শেরপুর জেলা আ’লীগের নেতা বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ সালেহ্‌, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা হামিদুর রহমান, বীর প্রতিক বার জহুরুল হক মুন্সী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, পৌরসভার হিসাব রক্ষক কবি আশরাফ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুয়েল আকন্দ, আ’লীগ নেতা এম.এ. মোনায়েম, শ্রমিকলীগ নেতা জাকির হোসেন, সাংবাদিক আব্দুল বাতেন, হিন্দু সমপ্রদায়ের অন্যতম নেতা প্রনব কুমার সাহা সহ পৌরসভার সম্মানিত নাগরিক, কাউন্সিলর, সাংবাদিক সহ সূধী মহলের নেতৃবন্দরা উপসি’ত ছিলেন। পৌর মেয়র সাংবাদিকদের বলেন, এ দুটি প্রকল্পের আওতায় শ্রীবরদী পৌরসভায় পোড়াগড়ে দুটি, আটাকান্দায় ১টি, তাতিহাটীতে ১টি, তারাকান্দিতে ১টি, ছনকান্দাতে ২টি ও খামারিয়াপাড়া গ্রামে ১টি নতুন সড়ক নির্মাণ করা হবে।

সর্বশেষ আপডেটঃ ৯:২৭ অপরাহ্ণ | জুন ২৭, ২০১৫