কটিয়াদীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

ছাইদুর রহমান নাঈম, কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি, ২৭ জুন ২০১৫, শনিবার:
কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে । শনিবার উপজেলার রামদি নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত শিশু জীবন (৬) জালালপুর ইউনিয়নের ফেকামারা গ্রামের হান্দু মিয়ার পুত্র। ঘাতক বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। পারিবারিক ও অন্যান্য সুত্রে জানা যায়, নিহত শিশু জীবন মসুয়া ইউপির বেতাল গ্রামে তার পিতার সাথে খালা বাড়ি থেকে ফেরার পথে কাটিয়াদী-কাপাসিয়া সড়কের রামদি নামক স্থানে ঢাকা গামী জলসিঁড়ি এক্সপ্রেস তাকে ধাক্কা দিলে ঘটনাস’লেই তার মৃত্যু হয়। কটিয়াদী মডেল থানার ওসি হেদায়েতুল ইসলাম ভুঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। উল্লেখ্য চালকদের বেপরোয়া গাড়ি চালানোর কারনে এ নিয়ে গত এক সপ্তাহে উক্ত সড়কে তিন শিশুর মুত্যু হয়েছে বলে জানায় স্থানীয়রা।