| সন্ধ্যা ৭:৫১ - মঙ্গলবার - ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৩ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তিউনেশিয়া ও কুয়েতে নিহতদের সংখ্যা বেড়ে ৬৬

অনলাইন ডেস্ক, ২৭ জুন ২০১৫, শনিবার:

তিউনেশিয়া ও কুয়েতে শুক্রবার ভয়াবহ দু’টি জঙ্গি হামলায় নিহতদের সংখ্যা বেড়ে ৬৬ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছে কয়েকশ’ মানুষ। মুসলমানদের পবিত্র মাস রমজানের পবিত্র দিন শুক্রবারে সংঘটিত দু’টি হামলারই দায় স্বীকার করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী আইএস। এ খবর দিয়েছে আল জাজিরা ও আল অ্যারাবিয়া। গতকাল জুমাহ’র নামাজের সময় একটি শিয়া মসজিদে আত্মঘাতি হামলা চালায় আইএস। সে হামলায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ২২৭ জন। ঘটনার কিছুক্ষণ পরই দায় স্বীকার করে বিবৃতি দেয় আইএস। সে বিবৃতিতে আইএস আত্মঘাতি বোমা হামলাকারীর নামও প্রকাশ করে। হামলার সময় কুয়েতের রাজধানীতে অবস্থিত শিয়া মসজিদটিতে প্রায় ২ হাজার মানুষ ছিল। এর আগে গত মাসের টানা ২ সপ্তাহ জুমাহ’র নামাজের পরপর সৌদি আরবের দুইটি মসজিদে আত্মঘাতি বোমা হামলা চালায় আইএস জঙ্গিরা। পবিত্র মাস রমজানে এ ধরণের হামলা বেশি বেশি চালানোর জন্য নিজেদের অনুসারীদের প্রতি আহ্বান জানিয়েছে আইএস।
অপরদিকে তিউনেশিয়ায় শুক্রবারের হামলাটি ছিল মূলত পর্যটকদের ওপর। উপকূলবর্তী পর্যটন শহর সসে’র দুইটি পর্যটন হোটেলের পাশের সৈকতে ওই হামলা চালায় দুই বন্দুকধারী। এতে নিহত হয়েছে এখন পর্যন্ত ৩৯ জন। এদের বেশিরভাগই বৃটিশ নাগরিক বলে জানিয়েছেন তিউনেশিয়ার প্রধানমন্ত্রী হাবিব এসিদ। বিদেশীদের মধ্যে এরপর রয়েছেন জার্মানি, বেলজিয়ান ও অন্যান্য দেশের নাগরিকরা। দুই বন্দুকধারীর একজন পুলিশের গুলিতে নিহত হলেও, আরেকজনকে খুঁজতে ব্যপক অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। তিউনেশিয়ার অর্থনীতির অন্যতম চালিকাশক্তি পর্যটন। গত মার্চেও রাজধানী তিউনিসের একটি জাদুঘরে বন্দুকধারীদের হামলায় ২০ বিদেশী পর্যটক সহ ২৪ জন নিহত হয়। এবারের হামলায় দেশটির পর্যতন খাত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হবে বলে ধারণা করা হচ্ছে। টুইটারে এক বিবৃতিতে আইএস হামলার দায় স্বীকার করেছে। সেখানে হামলাকারীর নাম ইয়াহইয়া আল-কায়রাওয়ানি বলে দাবি করা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারী ‘খিলাফতের যোদ্ধা’। প্রসঙ্গত, আইএস নিজেদের দখলে থাকা সিরিয়া ও ইরাকের অংশবিশেষে আত্মস্বীকৃত খিলাফত ঘোষণা করেছে। বিবৃতিতে ইয়াহইয়া আল-কায়রাওয়ানি ৪০ জন ‘বিধর্মী’কে হত্যা করেছে বলে উল্লেখ করা হয়।

সর্বশেষ আপডেটঃ ১:১০ অপরাহ্ণ | জুন ২৭, ২০১৫