| রাত ৮:৩৩ - বুধবার - ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ১৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

ধোনির দুঃসময়ে পাশে দাঁড়ালের আফ্রিদি

অনলাইন ডেস্ক, ২৭ জুন ২০১৫, শনিবার:

মহেন্দ্র সিং ধোনির দুঃসময়ে তার পাশে দাঁড়ালের পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক শহিদ আফ্রিদি। বাংলাদেশের কাছে ওয়ানডে সিরিজ হারের পর ভারত অধিনায়কের যে সমালোচনা হচ্ছে তা ঠিক নয় বলে মনে করেন আফ্রিদি। ধোনিকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয়ার গুঞ্জন ইতিমধ্যে উঠেছে। কিন্তু ভারতীয় উপহাদেশের ক্রিকেট দেশগুলোর এই রেওয়াজে মোটেও খুশি নন আফ্রিদি। তিনি মনে করেন, সামান্য খারাপ সময় গেলেই অধিনায়কের মাথার ওপর যে খাঁড়া নেমে আসে তা শুধু ভারতীয় উপমহাদেশের ক্রিকেট দেশগুলোর রীতি। স্বয়ং পাকিস্তানের অধিনায়ক আফ্রিদিরও এমন সময় গেছে। তাই তিনি বিষয়টি ভালভাবেই উপলব্ধি করতে পারেন। আর ভারতের তো ‘ব্যর্থতার’ দায়ে অধিনায়ককে ছেড়ে ফেলার রেওয়াজ অনেক পুরনো। এর আগে সৌরভ গাঙ্গুলি ও রাহুল দ্রাবিড়রাও এমন ঘটনার শিকার হয়েছেন। ধোনিও ঠিক এমই অবস্থায় উপনীত হয়েছেন বলে অনেকের ধারনা। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী ভারত দলের অধিনায়ক ধোনির পাশে দাঁড়িয়ে পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক বলেন, ‘বাংলাদেশের কাছে সিরিজ হারের পর এমএস ধোনির সঙ্গে যে ব্যবহারটা করা হচ্ছে, তাতে সত্যিই আমার খুব খারাপ লাগছে। এটা আমাদের উপমহাদেশীয় রীতি। যেখানে একটু খারাপ সময় গেলেই আমরা আমাদের নায়কদের খলনায়ক বানিয়ে ফেলি। সংবাদমাধ্যও এর জন্য কিছুটা দায়।’
কেউই সমালোচনার ঊর্ধ্বে নন-সেটা মানেন আফ্রিদি। কিন্তু সমালোচনা যুক্তি সঙ্গত হওয়া উচিত বলে মনে করেন তিনি। বলেন, ‘আমি এটা বলছি না কোনও খেলোয়াড় বা অধিনায়কের বর্তমান পারফরম্যান্স খতিয়ে দেখা যাবে না। অবশ্যই সমালোচনা করবেন, কিন্তু দয়া করে একই সঙ্গে তাঁর অতীতের অবদানের কথাও ভুলে যাবেন না। ধোনির ব্যাপারে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু তাঁর রেকর্ডটা দেখুন। ভারতের কী অসাধারণ এক ক্রিকেটার ও। রেকর্ডই তো ওর হয়ে কথা বলে।’
আগামী বিশ্বকাপের সময় ধোনির বয়স হবে ৩৮৷ ফলে মাহির বিকল্প নেতৃত্ব নিয়ে ভাবার সময় অবশ্যই এসেছে। কিন্তু ভারতকে এখনই কোনও সিদ্ধান্ত না নেয়ার পরামর্শ দিচ্ছেন আফ্রিদি।
ভারত ক্রিকেটকে ধোনি একটা শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছেন উল্লেখ করে আফ্রিদি বলেন, ‘ধোনি ভবিষ্যতের ভারত ক্রিকেটকে দারুণ এক ভিতের ওপর দাঁড় করিয়েছে। সে ভারতকে দারুণ বুদ্ধমান ও চৌকস বাটিং লাইন আপ উপহার দিয়েছে।

সর্বশেষ আপডেটঃ ১:০০ অপরাহ্ণ | জুন ২৭, ২০১৫