| দুপুর ২:২৬ - বৃহস্পতিবার - ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নিকলীতে দূর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তন শীর্ষক কর্মশালা

 

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ ২৬ জুন ২০১৫, শুক্রবার,
গত ২৫ জুন বৃহষ্পতিবার সকাল ১০টায় স্থানীয় সরকার দপ্তরের উপজেলা গর্ভনেন্স প্রজেক্টের আয়োজনে নিকলী উপজেলা কৃষি সমপ্রসারণ প্রশিক্ষণ কেন্দ্রে দূর্যোগ ব্যবস্থাপনা ও জলবায়ু পরিবর্তনে করনীয় শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাহবুব আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসাবে মো. এমদাদুল হক চৌধুরী, ডিডি-এলজিইডি, কিশোরগঞ্জ উপসি’ত ছিলেন। এ ছাড়াও উপজেলার ৭ ইউনিয়ন চেয়ারম্যান ও তাদের প্রতিনিধি, উপজেলায় কর্মরত সরকারী, বেসরকারী, এনজিও প্রতিষ্ঠানের প্রতিনিধি, সংবাদকর্মীদের অংশগ্রহন ছিলো প্রাণবন-। কর্মশালার শুরুতে প্রধান অতিথির ভাষনে দূর্যোগ মোকাবেলায় ও জলবায়ু পরিবর্তনে স্থানীয়ভাবে সমস্যা চিহ্নিতকরন ও প্রতিকারে সংশ্লিষ্ট দপ্তরে অবহিত করনের নির্দেশনা দেন মো. এমদাদুর হক চৌধুরী। তিনি আরো বলেন, ভবিষ্যত সমস্যার বিষয় মাথায় রেখে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের বিষযটিও স্থানীয় জনপ্রতিনিধি ও বাস-বায়ন সংশিত্মষ্টদের গুরুত্ব দেয়ার নির্দেশনা দেন। । কর্মশালার ২য় সেশনে দূর্যোগ ও করনীয় বিষয়ক ভিডিও প্রদর্শন করা হয়। জেলা ফেসিলেটর মনির হোসেন মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালার ৩য় পর্যায়ে উপসি’তিদের স্থানীয় সমস্যা বিষয়ক মতামত গ্রহন করতে উপজেলা প্রকল্প বাস-বায়ন কর্মকর্তা আবুল কালাম আজাদকে নির্দেশ দেয়া হয়।

সর্বশেষ আপডেটঃ ৯:১৪ অপরাহ্ণ | জুন ২৬, ২০১৫