| সকাল ৬:০০ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

তারাকান্দায় গ্রামীণ কাঁচা রাস্তার বেহাল দশা, চরম দূর্ভোগ

 

রফিক বিশ্বাস, তারাকান্দা (ময়মনসিংহ)ঃ ২৬ জুন ২০১৫, শুক্রবার, 

ময়মনসিংহের তারাকান্দা উপজেলার গ্রামীণ কাঁচা রাস্তা গুলোর বেহাল অবস্থার সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমের শুরুতেই জন গুরুত্বপূর্ণ রাস্তায় বড় বড় গর্ত কাদা পানিতে সয়লাব হয়ে যাতায়াতের অনুপযোগী হয়ে পড়েছে। জানা গেছে, উপজেলার কোদালধর-কাশিগঞ্জ কাঁচা সড়কের রামচন্দ্রপুর হতে কাশিগঞ্জ বাজার পর্যন্ত, বক্‌শীমূল-ঢাকিরকান্দা রাস্তা ঢাকিরকান্দা বাজার পর্যন্ত, ভুষাগঞ্জ-রাজদারিকেল রাস্তার চংনাপাড়া হতে রাজদারিকেল বাজার পর্যন-, বালিখা হতে বাগুন্দা পর্যন্ত, তালদিঘী-মুন্সিরহাট সড়কের নগুয়া বটতলা হইতে বালিয়া পর্যন্ত কাঁচা গ্রামীন সড়কগুলি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। স্থানে স্থা্নে গর্ত ও হাটু পর্যন- কাঁদা পানিতে সয়লাব হওয়ায় যাতাআতের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানান, গ্রামীণ জন গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে মালামাল বোঝাই ট্রলি চলা চলে সড়কগুলিতে বেহাল অবস্থা সৃষ্টি হয়েছে।

সর্বশেষ আপডেটঃ ৮:৫৩ অপরাহ্ণ | জুন ২৬, ২০১৫