| সকাল ১১:০১ - বৃহস্পতিবার - ২৮শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১২ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ময়মনসিংহে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত

অনলাইন ডেস্ক, ২৬ জুন ২০১৫, শুক্রবার,

ময়মনসিংহে নির্যাতিতদের সমর্থনে আন্তর্জাতিক সংহতি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকালে ময়মনসিংহ প্রেস ক্লাবের সামনে মানবাধিকার সংগঠন ‘অধিকার’ এক মানববন্ধন কর্মসুচীর আয়োজন করে।

এতে ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সহকারি কমান্ডার প্রকৌশলী নজরুল ইসলাম, জেলা ঐক্য ন্যাপের সাধারণ সম্পাদক নাজিরুল ইসলাম মনি, ময়মনংসিংহ রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ময়মনসিংহ সিটি প্রেস ক্লাবের সভাপতি আইয়ুব আলী, সাংবাদিক জাহাঙ্গীর আলম লিটন, চ্যানেল টোয়েন্টিফোর স্টাফ রিপোর্টার রকিবুল হাসান রুবেল, মুক্তিযোদ্ধা ফারুক আনোয়ার, সাংবাদিক আব্দুল আউয়াল, শেখ ইউসুফ লিটন, ওয়াহিদুজ্জামান ও অধিকারের জেলা সমন্বয়কারি আব্দুল কাইয়ুম প্রমুখ অংশ গ্রহণ করেন।

সর্বশেষ আপডেটঃ ৪:২৭ অপরাহ্ণ | জুন ২৬, ২০১৫