| সকাল ১০:৪২ - শুক্রবার - ২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ - ১৩ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

অনির্দিষ্টকালের জন্য বুয়েট বন্ধ

অনলাইন ডেস্ক,২৫ জুন ২০১৫, বৃহস্পতিবার:

সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটায় এবং শিক্ষার পরিবেশ ভীষণভাবে বিঘ্নিত হওয়ায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিকাল পাঁচটার মধ্যে সব শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে। আজ দুপুরে বুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক এ কে এম মাসুদ স্বাক্ষরিত এ আদেশ সংবলিত বিজ্ঞপ্তি বিভিন্ন হলের নোটিশ বোর্ডে সেঁটে দেয়া হয়। এতে বলা হয়েছে, চলতি টার্মের পূর্ব ঘোষিত টার্ম ফাইনাল পরীক্ষা পেছানোর দাবিতে ২৩শে জুন একদল শিক্ষার্থী ভিসি, রেজিস্ট্রার ও ছাত্রকল্যাণ পরিচালককে ভিসি কার্যালয়ে জিম্মি করা, ২৪শে জুন শিক্ষকদের আবাসিক এলাকা অবরুদ্ধ করা এবং রাতে একাডেমিক ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ করার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটছে এবং শিক্ষার পরিবেশ ভীষণভাবে বিঘিœত হচ্ছে। এ অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখা, ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের জানমালের নিরাপত্তা বিধানের স্বার্থে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে এ বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম আজ বিকেল থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো।

সর্বশেষ আপডেটঃ ৬:০২ অপরাহ্ণ | জুন ২৫, ২০১৫