| রাত ১০:৩৩ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কিশোরগঞ্জের অবহেলিত হাওরবাসীর উন্নয়নে কর্মশালা

 

সিম্মী আহাম্মেদ, কিশোরগঞ্জ, ২৫ জুন ২০১৫, বৃহস্পতিবার:
কিশোরগঞ্জের অবহেলিত হাওরাঞ্চলের বিপদাপন্ন জনগোষ্ঠীর সেবার মান বৃদ্ধি, তাদের অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় কর্মপন্থা বের করার লক্ষ্যে মিডিয়া কর্মি, সুশীল সমাজ, হাওর এলাকায় কর্মরত বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাসহ সংশিস্নষ্ট মহলকে সামিল করে একটি কর্মশালা হয়েছে। বেসরকারি সংস্থা ‘পপি’র উদ্যোগে বৃহস্পতিবার তাদের কার্যলয়ে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন হাওর এলাকার ‘রিকল’ প্রকল্পের সমন্বয়ক মোশারফ হোসেন খান। এতে আলোচনা করেন নিকলী এলজিইডির কর্মকর্তা আখতার ফারম্নক, পপি কর্মকর্তা শাহাবুদ্দিন, নাজিমউদ্দিন, খুজিস্থা বেগম জোনাকি, রেশমা আক্তার, ভাঙন কবলিত ছাতিরচর গ্রামের অবহেলিত মহিলাদের প্রতিনিধি আইরিন বেগম প্রমুখ।
কর্মশালায় জানানো হয়, হাওর উপজেলা মিঠামইন ও নিকলীর অধিক ঝুঁকিপূর্ণ ২১ টি গ্রামের দরিদ্র জনগোষ্ঠীর বন্যাজনিত ড়্গয়ড়্গতি হ্রাসে তাদের সক্ষমতা বৃদ্ধি, দরিদ্র নারী-পুরম্নষের অর্থনৈতিক উন্নয়ন, ন্যায্য অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নের লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ইতোমধ্যে বাস্তবায়নাধীন রয়েছে। কর্মশালায় জলাশয়ে জেলেদের অবাধ অধিকার প্রদান, সরকারি কর্মকর্তাদের জন্য হাওর ভাতা প্রবর্তন, কৃষি বীমা প্রবর্তন, যথাসময়ে ফসল রড়্গা বাঁধ মেরামতসহ ঝুঁকিপূর্ণ হাওরবাসীর উন্নয়নে সরকারের কাছে বিভিন্ন দাবি তুলে ধরা হয়।

সর্বশেষ আপডেটঃ ৫:০০ অপরাহ্ণ | জুন ২৫, ২০১৫