| দুপুর ১২:৩৩ - শুক্রবার - ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ৯ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

নেত্রকোনায় গ্যাস অফিসে হট্টগোল

নেত্রকোনা প্রতিনিধি :  ২৪ জুন ২০১৫, বুধবার: 

জেলা শহরের কুড়পাড় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড নেত্রকোনা অফিসে আজ বুধবার দুপুরে কর্মচারীদের বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানোর দাবিতে সিবিএ নেতাদের সাথে অফিসের কর্মকর্তাদের হৈচৈ ও হট্টগোল হয়েছে।
জানা গেছে, ময়মনসিংহ থেকে সিবিএ নেতারা আজ  বুধবার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড নেত্রকোনা অফিসে আসেন। তারা ওই অফিসে কর্মরত কর্মচারী ও শ্রমিকদের অভারটাইম, টিএ-ডিএ বাড়ানোর জন্য অফিসের কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করেন। এ সময় অফিসের উপ-সহকারী প্রকৌশলী হরিপদ দত্ত স্বপনের সাথে তাদের বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে তুমুল হট্টগোলের সৃষ্টি হয়।
তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্টিবিউশন কোম্পানী লিমিটেড নেত্রকোনা অফিসের উপ সহকারী প্রকৌশলী হরিপদ দত্ত স্বপন জানান, সিবিএ নেতারা কিছু দাবি নিয়ে অফিসে বসেছিল। এ সময় তাদের সাথে কিছু কথা কাটাকাটি হয়েছে।
নেত্রকোনা অফিসের প্রকৌশলী হেলাল উদ্দিন তালুকদার হট্টগোলের কথা স্বীকার করে জানান, শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে উপ সহকারী প্রকৌশলীর সাথে সিবিএ নেতাদের কথা হয়েছে। নেতারা তাদের দাবি জানিয়েছেন। বিষয়টি বিবেচনা করে দেখা হবে।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৯ অপরাহ্ণ | জুন ২৪, ২০১৫