| সন্ধ্যা ৬:৩৯ - বৃহস্পতিবার - ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ - ১৭ই রমজান, ১৪৪৫ হিজরি

শহরের গোলকীবাড়ি রোডে টিনের চাল কেটে দোকানে চুরি

শহর সংবাদদাতাঃ ২৪ জুন ২০১৫, বুধবার:
ময়মনসিংহ শহরের গোলকীবাড়ি এলাকায় মেইন রোডের পাশে দোকানের টিনের চাল কেটে চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ৯ টা সময় ২১ নং গোলকীবাড়ি রোডে ”ইত্যাদি লেডিস টেইলার্স” এর মালিক রমজান আলী রঞ্জু তার দোকান ঘর খুলে দেখে তার দোকানের ছাদের টিন খোলা এবং ক্যাশবাক্সের তালা ভাঙ্গা। রঞ্জু জানায় তার এখানে এলাকার মেসের ছেলে মেয়েরা বিকাশের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করে। তার দোকান থেকে প্রতিদিনই বিকাশ, ফ্লেগজিলোড, ও মোবাইল ফোন কার্ড বিক্রি করা হয়। প্রতিদিনের মত সে গত মঙ্গলবার রাত ১২.৩০ মিনিটে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। রাতে ছিনতাইকারীর ভয়ে সে দোকানে বিক্রিত টাকা ক্যাশবক্সেই রেখে চলে যায়। সকালে এসে দোকানের সাটারের তালা খুলে দেখতে পায় তার দোকানের ছাদের টিন খোলা এবং ক্যাশবক্স্রের তাল ভাঙ্গা। তখন আশপাশে উপসি’ত লোকজন ২ নং পুলিশ ফাঁড়িতে খবর দিলে এস আই সাইদুল ইসলাম ঘটনাস’ল পরিদর্শন করেন। তিনি এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। রঞ্জু জানায় তার দোকান থেকে নগত ২ লক্ষাধিক টাকা, মোবাইল ফোন কার্ড ০৬ হাজার টাকা ও ০১টি মোবাইল সেট সহ মোট আড়াই লক্ষাধিক টাকার মালামাল চরি হয়েছে।
রঞ্জুর অভিযোগ, তার দোকানের সামনেই ডিফেন্স পার্টির প্রহরী বসে থাকে। যে প্রহরী এখানে থাকে সে কানে শুনে না এবং বৃদ্ধ। তার অভিযোগ ডিফেন্স পার্টির প্রহরীরা তো নিজেদেরকেই রক্ষা করার মত সামর্থ তাদের নেই। গোলকীবাড়ি এলাকায় সে দির্ঘদিন যাবৎ ব্যবসা করে আসছে কিন্ত কখনো তার দোকানে চুরির মত ঘটনা ঘটেনি। ইদানিং গোলকীবাড়ি ডিফেন্স পার্টি গঠন করার পর থেকে এ ধরনের ঘটনা ঘটছে। এ ব্যপারে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানায় তিনি একটি লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন।

সর্বশেষ আপডেটঃ ৮:৪৫ অপরাহ্ণ | জুন ২৪, ২০১৫