তারাকান্দায় ছোট ভাইকে পিটিয়ে হত্যা

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ২৪ জুন ২০১৫, বুধবার:
ময়মনসিংহের তারাকান্দায় পারিবারিক ও জমাজমি বিরোধের জের ধরে ছোট ভাইকে পিটিয়ে হত্যা করেছে বড় ভাই।
জানা গেছে, সোমবার উপজেলার হরিয়াতলা গ্রামের মৃত সদর আলীর পুত্র হাতেম আলীর সহিত ছোট ভাই আজিজুল হক(৪০) এর জমাজমি নিয়ে ঝগড়া হয়। এক পর্যায়ে বড় ভাই হাতেম আলী ও তার লোকজন ছোট ভাই আজিজুল হককে পিটিয়ে গুরুতর আহত করে। আহত আজিজুল হককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই রাতে মারা যায়। আজ বুধবার লাশ দাফন করা হয়েছে। তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আলী আহম্মেদ মোল্লা জানান, মামলার প্রস’তি চলছে।