| সকাল ১১:৫১ - বৃহস্পতিবার - ১লা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ - ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ - ১১ই জিলকদ, ১৪৪৪ হিজরি

শহীদ বিয়ের প্রথম আমন্ত্রণপত্র পাঠালেন সাইফ-কারিনাকে

অনলাইন ডেস্ক,২৪ জুন ২০১৫, বুধবার:

কয়েকদিন পরেই দিল্লীর মেয়ে মীরা রাজপুতের সঙ্গে সাতপাকে বাঁধা পড়বেন শহীদ কাপুর। বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতিও শুরু হয়ে গেছে এরইমধ্যে।

শহীদের প্রাক্তন প্রেমিকা কারিনা। খবরে শিরোনামে কিছুদিন আগেই এসেছিলো, নিজের বিয়ের খবর সবার আগে তাকেই জানিয়েছিলেন শহীদ। কারিনা কাপুর খানও উত্তর পাঠিয়েছিলেন, দাওয়াত পেলে অবশ্যই শহীদের বিয়েতে যাবেন তিনি।

শহীদ তাই করলেন। নিজের বিয়ের প্রথম আমন্ত্রণপত্র পাঠালেন সাইফ আলী খান ও কারিনা কাপুর খানকে।

এছাড়া বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘রঙ্গন’ ছবিতে একসঙ্গে অভিনয় করবেন সাইফ আলী খান ও শহীদ কাপুর।

সর্বশেষ আপডেটঃ ১:২৭ অপরাহ্ণ | জুন ২৪, ২০১৫