| সকাল ৭:২৮ - বুধবার - ২৪শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৯ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৭ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

ভূমধ্যসাগর থেকে ৩,৭৪১ অবৈধ অভিবাসী উদ্ধার

অনলাইন ডেস্ক,২৪ জুন ২০১৫, বুধবার:

ভূমধ্যসাগর থেকে ৩,৭৪১ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। গত দুই দিনের এক অভিযানে অতিরিক্ত আরোহীবোঝাই ও বিপজ্জনক বহু বোট থেকে বিপুল সংখ্যক অভিবাসীকে উদ্ধার করা হয়। ইতালির সমুদ্র উপকূলরক্ষী বাহিনী এক বিবৃতিতে এ তথ্য দিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। উদ্ধার অভিযানে অংশ নেয়া কয়েকটি দেশের জাহাজের মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত রাষ্ট্রসমূহের জাহাজও ছিল। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন অভিবাসী সঙ্কট মোকাবিলায় একটি চুক্তি স্বাক্ষরের পর অভিবাসীদের উদ্ধার ও সুরক্ষায় জোর তৎপরতা চালাচ্ছে। গত সোমবার ১৮টি পৃথক বোট থেকে এ জাহাজগুলো ২,৭৪১ অভিবাসীকে উদ্ধার করে। গতকাল ৬টি উদ্ধার অভিযানে আরও প্রায় ১,০০০ অভিবাসীকে উদ্ধার করে এ জাহাজগুলো। একটি মাছ ধরার বোট ও ৫টি রবারের ডিঙি জাতীয় বোট থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে গত রোববার আরও প্রায় ৩০০ অভিবাসীকে উদ্ধার করা হয়েছিল। এ সপ্তাহের শেষ দিকে ইউরোপের শীর্ষ নেতৃবৃন্দ এক বৈঠকে অংশ নেবেন। ইতালি ও গ্রিসে আটকে পড়া ৪০,০০০ সিরীয় ও এরিট্রীয় আশ্রয় প্রার্থীকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত অন্যান্য দেশগুলোতে কিভাবে ভাগ করে পাঠানো যায়, সে বিষয়ে আলোচনায় বসবেন তারা।

সর্বশেষ আপডেটঃ ১:১৯ অপরাহ্ণ | জুন ২৪, ২০১৫