| সকাল ৬:৩২ - শনিবার - ২৭শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ১২ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ২০শে মহর্‌রম, ১৪৪৬ হিজরি

বাংলাদেশী পেসারে মুগ্ধ সৌরভ গাঙ্গুলি

অনলাইন ডেস্ক,২৪ জুন ২০১৫, বুধবার:

বাংলাদেশ ক্রিকেট দলের প্রশংসায় পঞ্চমুখ ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতের টানা দুই হারে হতাশ হলেও বাংলাদেশের দুর্দান্ত পারফরম্যান্স অবাক করে দিয়েছে কলকাতার ‘এজমালি দাদা’কে। মাশারফি বিন মুর্তজার দলের পেসারদের নিয়ে উচ্ছ্বসিত সৌরভ বলেন, ‘বাংলাদেশ অবিশ্বাস্য পারফর্ম করেছে। ওরা আমাকে একেবারে চমকে দিয়েছে। বিশেষ করে বাংলাদেশের পেস বোলাররা। বাংলাদেশ থেকে ভারত অনেক ভাল দল। তাদের দুই ম্যাচে ২২৮ ও ২০০ রানে শেষ করে দেয়া কিন্তু সোজা কথা নয়।’
ভারতের বিরুদ্ধে পর পর দুই ম্যাচে ১১ উইকেট নিয়ে ওয়ানডে ক্রিকেটে বিশ্বরেকর্ড গড়েছেন ১৯ বছর বয়সী তরুণ বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। তাকে নিয়ে সৌরভ বলেন, ‘মুস্তাফিজ তো অসাধারণ বোলিং করেছে। একটা ছেল ২০ ওভার বল করে ১১ উইকেট নিচ্ছে- ভাবাই যাই না!’ বাংলাদেশের ক্রিকেটারদের প্রশংসার পাশাপাশি ভারতের দল নির্বাচন নিয়ে কিছুটা অসন্তোষ রয়েছে গাঙ্গুলির। প্রথম ম্যাচের হারের পর দ্বিতীয় ম্যাচে কেন তিনজন খেলোয়াড় পরিবর্তন করা হলো- এমন প্রশ্নের জবাবে বিস্ময় নিয়ে সৌরভ বলেন, ‘অক্ষর প্যাটেলকে দলে নেয়াটা তা-ও মেনে নেয়া যায়। কিন্তু আজিঙ্কা রাহানেকে বাদ দেয়া ঠিক হয়নি। ওকে দলে রাখা উচিত ছিল।’

সর্বশেষ আপডেটঃ ১২:৩৮ অপরাহ্ণ | জুন ২৪, ২০১৫