| বিকাল ৩:০৫ - শনিবার - ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ - ২৯শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি

নান্দাইল পৌরসভার ২৪ কোটি ২৩ লক্ষ টাকার বাজেট ঘোষনা

ভ্রাম্যমান প্রতিনিধি ঃ ২৩ জুন ২০১৫, মঙ্গলবার:

ময়মনসিংহের নান্দাইল পৌরসভার ২০১৫–২০১৬ অর্থ বছরের বাজেট  আজ মঙ্গলবার দুপুর ২ টায় পৌরসভার অস্থায়ী কার্যালয়ে পৌরসভার মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বাজেট আনুষ্ঠানিক ভাবে পেশ করেন পৌরসভার লাইসেন্স পরিদর্শক মোঃ মোজাম্মেল হক। এ সময় অন্যান্যদের মধ্যে উপসি’ত ছিলেন পৌরসভার সচিব মো মাহতাব হোসেন ৯ ওয়ার্ড ও সংরড়্গিত আসনের কাউন্সিলরবৃন্দ স্থানীয় সাংবাদিকবৃন্দ , পৌরএলাকার গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ ও পৌরসভার বিভিন্ন পর্য্যায়ের কর্মকর্তাবৃন্দ। ২০১৫-২০১৬ অর্থ বছরে নান্দাইল পৌরসভায় ২৪ কোটি ২৩ লক্ষ ১৫ হাজার টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়। বাজেট অধিবেশনে পৌরসভার মেয়র এ.এফ.এম আজিজুল ইসলাম পিকুল বলেন, মেয়র এর দায়িত্ব কালিন সময়ে এটাই এ মেয়াদের শেষ বাজেট। যদি পৌরবাসীর জন্য উন্নয়ন মূলক কাজ করে
থাকি তবে আগামী পৌরসভার নির্বাচনে পৌরবাসী আমার কাজের মূল্যায়ন করে আমাকে অবশ্যই পূর্ণরায় মেয়র পদে নির্বাচিত করবে ইনশালস্নাহ। তিনি এ ব্যাপারে পৌরবাসীর সকল স্তরের জনগনের সার্বিক সহয়োগিতা কামনা করেছেন।#

সর্বশেষ আপডেটঃ ৯:৩৬ অপরাহ্ণ | জুন ২৩, ২০১৫