| বিকাল ৩:২০ - শুক্রবার - ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৬ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

৫৫৫ জনকে ফিরিয়ে আনলে রাজ্জাককে ফেরত দেবে মিয়ানমার!

মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজিপির হতে আটক বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবির সদস্য রাজ্জাককে শর্ত সাপেক্ষে ফিরিয়ে দেয়ার কথা জানিয়েছে মিয়ানমার। বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবুজার আল জাহিদ বলেন, সোমবার বিজিপির সঙ্গে তার তিন দফা আলোচনা হয়েছে। তারা রাজ্জাককে ফেরত দিতেও রাজি হয়েছে। তবে বিজিপির পক্ষ থেকে শর্ত দেয়া হয়েছে, রাজ্জাকসহ মিয়ানমারের জলসীমায় দেশটির নৌ-বাহিনীর হাতে উদ্ধার ৭২৭ জনের মধ্যে ৫৫৫ জনকে ফিরিয়ে আনতে হবে। মিয়ানমার ওই ৫৫৫ জনকে বাংলাদেশি বলে দাবি করে আসছে। কিন্ত যাচাই-বাছাইয়ের আগে তাদের বাংলাদেশি হিসেবে গ্রহণে আপত্তির কথা আগে থেকে জানিয়ে আসছে বিজিবি। লেফটেন্যান্ট কর্নেল জাহিদ বলেন, “রাজ্জাক এবং উদ্ধার হওয়া অভিবাসীদের ইস্যুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এরা বাংলাদেশি কি না বা কতজন প্রকৃত বাংলাদেশি, তা যাচাই-বাছাই করা একটি দীর্ঘ প্রক্রিয়া। আপাতত রাজ্জাককে ফেরত দিতে বিজিপিকে বলেছে বিজিবি। গত ১৭ই জুন কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীতে গোলাগুলির পর বিজিবির নায়েক রাজ্জাককে ধরে নিয়ে যায় বিজিপি। তখন বিপ্লব নামে একজন বিজিবি সদস্য গুলিবিদ্ধও হন।

সর্বশেষ আপডেটঃ ১০:৩৪ অপরাহ্ণ | জুন ২২, ২০১৫