| সকাল ১০:৩৫ - সোমবার - ২২শে জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই শ্রাবণ, ১৪৩১ বঙ্গাব্দ - ১৫ই মহর্‌রম, ১৪৪৬ হিজরি

নারী উদ্যোক্তার সঙ্গে অশ্লীল ভিডিওচিত্র কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান কারাগারে

কিশোরগঞ্জ প্রতিনিধি, অনলাইন ডেস্ক,২২ জুন ২০১৫, সোমবার:
ইউনিয়ন তথ্য সেবাকেন্দ্রের এক নারী উদ্যোক্তার সঙ্গে অশস্নীল ভিডিও চিত্র ধারণ ও ছড়িয়ে দেয়ার ঘটনায় দায়ের করা মামলায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মসুয়া ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম রাজিবুল হাসান ইউপি চেয়ারম্যানের জামিন আবেদন না-মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। এর আগে গত ২৫ মে ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিকের বিরম্নদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত।
মামলার বিবরণে জানা যায়, মসুয়া ইউপি চেয়ারম্যান আবু বকর ছিদ্দিক ওই ইউনিয়নের এক নারী উদ্যোক্তার সাথে অশস্নীল ভিডিও চিত্র ধারণ করে তা এলাকায় ছড়িয়ে দেন। এ ঘটনায় গত ১৯ মার্চ জনস্বার্থে সিরাজুল ইসলাম প্রধান নামে এক এলাকাবাসী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে কটিয়াদী থানায় মামলা (নং-২৪(৩)১৫) দায়ের করেন। এ মামলায় ইউপি চেয়ারম্যান গত ২০ এপ্রিল হাইকোর্ট থেকে ৪ সপ্তাহের অনৱর্বর্তীকালীন জামিন লাভ করেন। জামিনের মেয়াদ শেষে আদালতে হাজির না হওয়ায় গত ২৫ মে তার বিরম্নদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এ অবস’ায় সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে তিনি জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক এসএম রাজিবুল হাসান জামিন আবেদন না-মঞ্জুর করে চেয়ারম্যান আবু বকর ছিদ্দিককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সর্বশেষ আপডেটঃ ৫:৩১ অপরাহ্ণ | জুন ২২, ২০১৫