| সন্ধ্যা ৬:২০ - শনিবার - ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ - ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ - ১০ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

ভারতের পত্রিকায় বাংলাদেশকে নিয়ে যা লিখলো

অনলাইন ডেস্ক,২২ জুন ২০১৫, সোমবার:

বাংলাদেশ ক্রিকেট নিয়ে ভারতের পত্র-পত্রিকায় এতদিন ছিল তুচ্ছ ও অবজ্ঞায় ভরা। কিন্তু বাংলাদেশের কাছে ৩ ম্যাচের ওয়ানডের প্রথম দু’টিতে হারের পর সূর পাল্টেছে ভারতের সব সংবাদমাধ্যম। ভারতকে বাংলাদেশ হারালে আগে তারা দুর্ঘটনা বলে চালিয়ে দিত। কিন্তু যুগ এখন পাল্টেছে। বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশের শঙ্কায় এখন ভারত। আর বাংলাদেশের কাছে দ্বিতীয় ওয়ানডে ৬ উইকেট হারের পর ভারতের সংবাদামধ্যমগুলো বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ।
ভারতের সংবাদমাধ্যম ‘এনডিটিভি’ লিখেছে, ‘ব্যাটিং-বোলিং দুই দিকেই দাপট দেখিয়ে দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। ৩ ম্যাচের সিরিজে বাংলাদেশ ২-০ ব্যবধানে এগিয়ে গেছে। ভারত এখন হোয়াইটওয়াশের শঙ্কায়।’ বাংলাদেশী তরুণ পেসার মুস্তাফিজুর রহমানের প্রশংসা করে তারা লেখে, ‘বাংলাদেশী বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান ম্যাচের তারকা খেলোয়াড়।’
এনডিটিভিকে দেয়া এক সাক্ষাতকারে ভারতের কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কার বলেন, ‘বাচ্চা এখন অনেক বড় হয়ে গেছে। বাংলার টাইগাররা প্রতিটি ক্ষেত্রেই ভারতের চেয়ে অনেক ভাল খেলে সিরিজ জিতেছে।’
‘টাইমস অব ইন্ডিয়া’ লিখেছে, ‘ব্যাটে বলে দাপট দেখিয়ে টাইগাররা সিরিজ জিতে নিয়েছে…১৯ বছর বয়সী তরুণ পেসার মুস্তাফিজুর রহমান বাংলাদেশর আরেকটি জয়ের রূপকার।’
কলকাতা থেকে প্রকাশিক বাংলা পত্রিকা ‘আনন্দবাজার’ লিখেছে, ‘ধোনির দল এখন বাংলাওয়াশের শঙ্কায়।’
‘দ্য হিন্দু’ আরও বেশি সমীহ দেখিয়েছে বাংলাদেশকে। তারা লিখেছে, ‘টাইগারের বাচ্চা এখন পুরোপুরি টাইগার হয়ে উঠেছে। নিজের শেষ বলে অশ্বিনকে আউট করে মুস্তাফিজুর রহমান জিম্বাবুয়ের ব্রায়ান ভিটোরের পর অভিষেকে টানা দুই ম্যাচে ৫ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন।’

সর্বশেষ আপডেটঃ ৫:০৫ অপরাহ্ণ | জুন ২২, ২০১৫